সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শীতের দিনে টনসিলের য’ন্ত্র’ণা’য় কা’হি’ল আপনি? উপশমের কিছু টো’ট’কা জেনে নিন

শীত পড়তে না পড়তে ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন অনেকে। আর এর মধ্যে সবথেকে পরিচিত একটি সমস্যা হল টনসিলের ব্যথা। গলা ও কানে টনসিলের যন্ত্রণার অন্যতম প্রধান কারণ জীবাণুঘটিত সংক্রমণ। একবার এই সমস্যার সম্মুখীন হলে তা সারতেও অনেক সময় লাগে।

গলার দু’ পাশে এবং চোয়ালের নীচে ফুলে যায় ও যন্ত্রণা হয়৷ আর এরফলে খাবার চিবিয়ে এবং গিলে খেতেও বেশ অসুবিধে হয়৷ তবে টনসিলের সমস্যায় আরাম পেতে কিছু ঘরোয়া সহজ টিপস রয়েছে। সেগুলো মেনে চললে অনেক সহজেই এই সমস্যা থেকে আরাম পাওয়া যাবে।

নুনজলে গার্গল- ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে গার্গল করলে উপশম হয় টনসিল যন্ত্রণার৷ সারা দিনে এই গার্গল অন্তত দু’ তিনবার করতে হবে৷ কিছুদিনের মধ্যেই টনসিলের ব্যথা ও ফোলাভাব কমে যাবে৷

দুধ ও মধু- এছাড়া টনসিলের ফোলাভাব ও যন্ত্রণা দ্রুত কমানোর জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে দুধ ও মধুর মিশ্রণ পান করুন৷ গলার সংক্রমণ কমে গিয়ে সকালে ঘুম থেকে উঠে বেশ ঝরঝরে লাগবে৷

দুধে হলুদ ও গোলমরিচ- টনসিলের যন্ত্রণা কমাতে দুধে হলুদ ও গোলমরিচ মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়৷ উষ্ণ দুধে কাঁচা হলুদ আর গোলমরিচ মিশিয়ে তারপর সেটি পান করুন৷ দু’ তিন দিন ধরে এই পানীয় নির্দিষ্ট সময়ে পান করলেই আপনি বুঝতে পারবেন টনসিলের ফোলাভাব ও যন্ত্রণা ধীরে ধীরে কমে আসবে৷