সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠাকুর দেখতে বে’র হয়ে হটাৎ নিজেকে অ’সু’স্থ মনে হচ্ছে? দেখে নিন কিছু গুরুত্বপূর্ণ নম্বর

পঞ্চমী থেকে শুরু হয়ে গেছে মণ্ডপে মণ্ডপে সাধারণ মানুষের প্রতিমা দর্শন। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী অষ্টমী থেকে হতে পারে বৃষ্টি তাই তড়িঘড়ি আগে থেকেই প্রতিমা দর্শন করে ফেলছেন সাধারন মানুষ। বর্তমানে কলকাতার বুর্জখালিফা দেখার জন্য ভীষণভাবে ভিড় করেছেন সাধারণ মানুষ। এছাড়াও নামিদামি প্যান্ডেলের সামনে ভিড় তো আছেই নজরকাড়া।

কিন্তু প্যান্ডেল হপিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা শুনতে পাচ্ছি আমরা। তাছাড়া ভিড়ের মাঝখানে রাস্তাঘাটে দুর্ঘটনার কথা বিরল নয়। এই অবস্থায় পুজো দেখতে বেরিয়ে যদি আপনার কোন রকম অসুবিধা হয় অথবা আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে আপনি শহরের কয়েকটি সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং এম্বুলেন্স এর নম্বর সঙ্গে রাখতে পারেন। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে আমরা দেব এমন কয়েকটি জরুরি সরকারি এবং বেসরকারি হাসপাতাল অথবা আম্বুলান্স নম্বর যা আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে।

হাসপাতালের নম্বর

দক্ষিণ কলকাতা

পিজি বা এসএসকেএম হাসপাতাল- ০৩৩-২২০৪-১১০০
এমআর বাঙ্গুর হাসপাতাল- ০৮৮২০৭০২০৭০
চিত্তরঞ্জন সেবাসদন- ০৩৩-২৪৭৫১০২১
মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল- ০৭৯৪৭৪০৯৮৪৫

উত্তর কলকাতা

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল- ০৩৩-২৫৩০-৪৫৫৭
এনআরএস হাসপাতাল- ০৩৩-২২৮৬-০০৩৩
কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল- ০৩৩-২২৫৫-১৬২১
ইএসআই হাসপাতাল শিয়ালদহ- ০৩৩-২৩৫০-১৯৭৭
নারায়ণ মাল্টিস্পেশালিটি হাসপাতাল- ০৮০৬৭৫০৬৮৬০
বিধাননগর সাব-ডিভিশনাল সকাসপাতাল- ০৩৩-২৯৫২-০০৬৭
আনন্দলোক সল্টলেক- ০৩৩-২৩৫৯২৯৩১
আমরি, সল্টলেক- ০৭৪৭৪০৭৩৪৭

মধ্য কলকাতা

নাইট অ্যাঙ্গেল হাসপাতাল- ০৩৩-২২৮২-৭৪৬৫
শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল- ০৩৩-২৩০২-২৮২০
রেহমতবাই হাসপাতাল- ০৩৩-২২১৫-৬৭২৩

দক্ষিণ কলকাতা

০৭৯৪৭৪০৫২৩২ (আরাধ্যা)
০৭৯৪৭৪০৫৭৪২ (জীবন সুরক্ষা)
০৭৯৪৭৪০৫০৪৬ (বাপি)
০৭৯৪৭০৭১০৩৮ (মিডলাইন)

উত্তর কলকাতা

০৭৯৪৭২৬১৯৪২ (মা নাচিন্দা)
০৭৯৪৭৪০৬৫২২ (ঊষা)
০৭৯৪৭৪০৫০৭২ (মিরা সেবা)
০৭৯৪৭৪০৪৭৬২ (বিধাননগর নর্থ সিটি)

মধ্য কলকাতা

০৩৩-২২৪৮-৩৬৩৬ (রেড ক্রস)
৯৮৩০০৬৫৩৩৬ (জনসেবা)
৯৭৪৮২৪১৯০৯ (মেনকা)
৯৯০৩৯৯৬৮০৪ (দিশান)