সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একটু আগেই সপা স’ম’র্থ’ক শর্ত লাগালেন যোগী হা’র’ছে’ন উত্তরপ্রদেশে

আসতে চলেছে উত্তরপ্রদেশ সহ আরো পাঁচটি রাজ্যের নির্বাচনের ফলাফল। আর সেই পরিপ্রেক্ষিতে এবার যুক্তিতর্ক শুরু হয়ে গেছে রাজনৈতিক পার্টি এবং নেতাদের মধ্যে। একদিকে যেমন রাজনৈতিক বিশেষজ্ঞদের মত প্রকাশ করেছেন অন্যদিকে সাধারণ মানুষ এই নিয়ে নিজের মত প্রকাশ করতে দ্বিধা বোধ করছেন না।

নির্বাচন ফলাফল জল্পনা-কল্পনা কতটা মজাদার হতে পারে তার সাম্প্রতিক ঘটনা থেকে আরও একবার প্রমাণিত হয়ে গেল। উত্তরপ্রদেশের বদায়ুর, যেখানে সমাজবাদী পার্টি এবং ভারতীয় জনতা পার্টির দুই সমর্থকদের মধ্যে একটি শর্ত রাখতে বলা হচ্ছে।

কিছু মানুষ অখিলেশ যাদবের বক্ষে যাবেন আবার কিছু মানুষ যাবেন যোগী আদিত্যনাথ এর পক্ষে। কে জিতবে এই নিয়ে বাজি লাগানো হয়েছে সাধারণ মানুষের ওপর।

আরো পড়ুন: রুশ সেনা জৈব অ’স্ত্র দিয়ে ইউক্রেনে হা’ম’লা চা’লা’তে পারে, দাবি আমেরিকার

বদিউর বিজয় সংঘ বিজেপির পক্ষ নিয়েছে, অন্যদিকে অখিলেশ যাদবের তদারকি করছেন শের আলী শাহ। শর্তে বলা হয়েছিল, যদি বিজেপি আসে তাহলে শের আলী শাহ কে তার চার বিঘা জমি এক বছরের জন্য দিয়ে দিতে হবে বিজয সিংহকে অন্যদিকে সমাজবাদী পার্টি জয়লাভ করলে বিজয় সিংহ তার জমি এক বছরের জন্য শের আলী শাহকে দিয়ে দেওয়া হবে।

বিজেপি এবং সমাজবাদী পার্টির সমর্থক দের এই অদ্ভুত তর্ক-বিতর্ক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে উঠে এসেছে। এর জন্য ১২ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। শারমিনের উত্তরপ্রদেশে নির্বাচন ফলাফল একদিকে যেমন অখিলেশ যাদব এবং যোগী আদিত্যনাথ এর কাছে গুরুত্বপূর্ণ তেমন কিন্তু গুরুত্বপূর্ণ বিজয় সিংহ এবং শের আলি শাহের কাছে।