Home পড়াশোনা অ-আ পড়তেই পা’র’ছে না! স্কুল ব’ন্ধ থাকায় বর্ণ চিনতে ক’ষ্ট হচ্ছে অধিকাংশ...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ-আ পড়তেই পা’র’ছে না! স্কুল ব’ন্ধ থাকায় বর্ণ চিনতে ক’ষ্ট হচ্ছে অধিকাংশ পড়ুয়াদের

কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশিদিন স্কুল বন্ধ ছিল বাংলাতেই। স্কুল বন্ধ থাকায় বর্ণও চিনতে পারছে না বহু পড়ুয়া। ১৭টি জেলার ৫১০টি গ্রামের ১১ হাজার বেশি শিশুর পরীক্ষা নিয়ে তাই হতবাক সমীক্ষকরা।

কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশিদিন স্কুল বন্ধ ছিল বাংলাতেই। স্কুল বন্ধ থাকায় বর্ণও চিনতে পারছে না বহু পড়ুয়া। ১৭টি জেলার ৫১০টি গ্রামের ১১ হাজার বেশি শিশুর পরীক্ষা নিয়ে তাই হতবাক সমীক্ষকরা।

ওই বেসরকারি সংস্থার বার্ষিক রিপোর্টের দাবি, অবস্থা এতটাই খারাপ যে বানান করে শব্দ এবং শব্দ পাশাপাশি জুড়ে বাক্যও পড়তে পারা তো দূর, তাদের অনেকে বর্ণও চিনতে পারছে না।

কোভিডের তৃতীয় ঢেউ চলে যাওয়ার প্রাক্কালে উঠে এসেছে এই আশঙ্কার তথ্য। স্কুল বন্ধ থাকায় বাড়িতে বসে চলে গিয়েছে বর্ণ চেনার ক্ষমতা। রাজ্যের পঞ্চম শ্রেণির ৮৫ শতাংশ শিশু শব্দ চিনতে পারছে না। বানান করে পড়তে পারছে না, ‘আম’, ‘আপেল’-এর মতো সাধারণ শব্দ।

আরো পড়ুন: সকালে ঘুম থেকে উ’ঠে এই জিনিসটি একটু ছুঁ’য়ে দেখুন দূর হয়ে যাবে আ’র্থি’ক সংকট

বেসরকারি সংস্থার করা এই রিপোর্টের নাম অ্যানুয়াল স্টেটাস অফ এডুকেশন রিপোর্ট (এএসইআর) (ASER)। যেখানে দেখা গিয়েছে, শুধু বাংলা কিংবা বিজ্ঞানই নয়। সাধারণ বিয়োগ অঙ্ক ভুলে গিয়েছে অষ্টম শ্রেণির পড়ুয়ারা।