সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে Account আছে? গুরুত্বপূর্ণ এই কা’জে’র জন্য গুনতে হবে বেশি টা’কা

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের এবার খরচ বাড়তে চলেছে। ইতিমধ্যে সেই খবর কানে এসেছে, NEFT, RTGS এর খরচ আগের তুলনায় অনেকটাই বাড়তে চলেছে,যার কারণে গ্রাহকদের পকেটে যে টান পড়বে সেটা স্বাভাবিক। ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (এনএসিএইচ) ই-ম্যান্ডেট এর তরফ থেকে এই চার্জ বৃদ্ধি করা হয়েছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহকরা সেভিংস একাউন্ট হোল্ডার তাদের NEFT চার্জ লাগবে না, কিন্তু সেটা ছাড়া বাকিদের সবার ক্ষেত্রে এই চার্জ বাধ্যতামূলক। শুধুমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরাই নন, তার সাথে অন্য ব্যাংকগুলোতে একই টাকা দরকার।

ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, ১০,০০০ টাকার ক্ষেত্রে আগে NEFT চার্জ ছিল ২ টাকা সেটাই এখন বৃদ্ধি হয়ে ২.২৫ টাকা করা হয়েছে। তবে অনলাইনে যদি আপনি লেনদেন করে থাকেন তাহলে সেখানে ১.৭৫ টাকা ধার্য করা হবে।এদিকে যদি টাকার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবেই ব্যাংক চার্জ বৃদ্ধি পাবে।

আরো পড়ুন: ভিড়ের ম’ধ্যে হটাৎ করেই ছো’ড়া হয় অগ্নি নির্বাপক গ্যাস! তাতেই কি অ’সু’স্থ হ’য়ে পড়েছিলেন KK?

১০,০০০ টাকার বেশী হলে অনলাইনে ৪.২৫ টাকা লাগবে। অফলাইনে সেই টাকাটাই লাগবে ৪.৭৫ টাকা, যেটা একটা সময় ছিল ৪ টাকা। এক লাখ টাকা থেকে দু’লাখ টাকার ক্ষেত্রে ১৪.৭৫ টাকা এবং দু’লাখ টাকার ঊর্ধ্বে ২৪.২৫ টাকা ও সেটাই অনলাইনে ১৪.২৫ টাকা ও ২৪.২৫ টাকা ধার্য করা হয়েছে।

এবার যদি RTGS এর কথা বলা যায় তাহলে,ব্যাঙ্কের শাখায় গিয়ে আরটিজিএসের (দু’লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা) জন্য ২৪.৫ টাকা এবং অনলাইনে ২৪ টাকা খরচ পড়বে। যেটা একটা সময় ছিল ২০ টাকা।