সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পায়ের উপর পা তুলে ব’সা’র অভ্যাস কি আছে আপনার? নিজের অ’জা’ন্তে ডে’কে আনছেন বি’প’দ!

বাস্তুশাস্ত্র আমাদের বাড়িতে কোন জিনিসটি কোথায় থাকলে আমাদের জীবনে আসতে পারে সুখ তা বলে দিতে পারে। বাস্তুশাস্ত্র মতে যদি আপনি আপনার বাড়ি তৈরি করতে পারেন তাহলে আপনি আপনার সংসার নিয়ে আসতে পারে সুখ-স্বাচ্ছন্দ।

ক্যারিয়ারে কিভাবে সাফল্য পাওয়া যেতে পারে, সে বিষয়ে উপদেশ দিচ্ছে বাস্তুশাস্ত্র। কিভাবে প্রকৃতির বিভিন্ন উপাদানের সঙ্গে সামঞ্জস্য ঘটে শান্তি এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করা যায় তা জানতে আপনাকে বাস্তুশাস্ত্র জানতে হবে।

অনেক সময় আমাদের খারাপ কোনো অভ্যাস এর কারণে বাড়িতে নেগেটিভ প্রভাব তৈরি হয়ে যায়। অনেক সময় বাস্তুশাস্ত্রের বিপরীতে আমরা যদি কোন কাজ করি তাহলে আমাদের ক্যারিয়ারে সমস্যা দেখা দিতে পারে। চলুন আজ জেনে নেওয়া যাক এমন কয়েকটি খারাপ অভ্যাস এর কথা যদি আপনারা না বুঝে করে ফেলেছেন।

আরো পড়ুন: চোখের ইশারায় সকলকে কা’ত ক’রা প্রিয়া প্রকাশ এখন কি কা’জ করছেন? কোথায় তিনি?

কর্ম ক্ষেত্রে ল্যাপটপ অথবা স্মার্টফোন ভীষণভাবে দরকারি একটি জিনিস। কিন্তু এগুলি কোন দিকে রাখবেন তা জেনে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই সমস্ত জিনিস দক্ষিণ পূর্বকোণে রাখলে তা ক্যারিয়ারের উন্নতি সহায়ক হয়। টেবিল পরিষ্কার করে ভালো করে গুছিয়ে রাখতে হবে।

অফিসে কাজের সময় আপনি যদি চেয়ারের ওপর পা তুলে বসে থাকেন তাহলে এই অভ্যেস আজি পরিত্যাগ করতে হবে। এই অভ্যাসের কারণে আপনার ক্যারিয়ারের বাধা সৃষ্টি হতে পারে। অফিসে পিঠ উঁচু চেয়ারে বসা অভ্যাস করতে হবে।

অনেকেই পাকাপাকিভাবে লকডাউন থেকে ওয়ার্ক from Home শুরু করেছেন। বেডরুমে বসে কাজ করবেন না। আয়তাকার অথবা বর্গাকার টেবিলে বসে কাজ করবেন। কখনো রাখবেন না গোল অথবা ডিম্বাকৃতির টেবিল।

আরো পড়ুন: এলিয়েন নি’য়ে গবেষণা করছে নাসা! উ’ল্টে কি বি’প’দ ডে’কে আনছে পৃথিবীর জন্য?

ক্রিস্টাল থেকে নির্গত শুভশক্তি এনার্জি লেভেল এবং কর্মদক্ষতাকে বাড়িয়ে দেয় তাই অফিসের দেশকে রাখতে পারেন ক্রিস্টাল। অফিস ডেস্ক ব্যম্বু প্লান্ট রাখাও শুভ বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, পূর্ব দিকে মাথা করে শোয়া ক্যারিয়ারের উন্নতি সহায়ক বলে মনে করা হয়। পূর্ব দিকে মাথা দিয়ে শুলে মন সংযোগ এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। খেয়াল রাখবেন অফিসে আপনার পেছনে যেন কোনো জানলা বা দরজা না থাকে।