সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তিনি ডিস্কো কিং, একসময় ছে’ড়ে দি’তে চেয়েছিলেন গান, জেনে নিন বাপ্পিদার জীবনের অন্য কা’হি’নী

বাপি লাহিড়ী তাকে কি বলে ডাকলে মানানসই হবে? ডিস্কো কিং বললেও ভুল বলা হবে না। কারণ তার গানের তালে আমরা সবাই নাচতে বাধ্য। তার গানের তালে নিজেদের পাকে স্হির রাখা সম্ভব না।তার নতুন গানের তালে সারা দেশ সুরে সুর মিলিয়েছে। তার নতুন সব সিনেমার গান যা মানুষের মনে হইচই সৃষ্টি করেছে। সত্তুর থেকে আশির দশকের সুরের রাজা ছিলেন বাপী লাহিড়ি। এনাকে নিয়ে বলতে গেলে হয়ত আর শেষ করা যাবে না, তার কি শুধু ডিস্কো গান, নাচের গানই রয়েছে।

না তার সুর করা হাজারো রোমান্টিক গানও রয়েছে, যা শুনে শ্রোতা মহল প্রেমে পরতে বাধ্য। তার এই সৃষ্টি আমাদের কাছে অমর হয়ে থাকবে সারাজীবন। কিন্তু এই বাপি লাহিড়ী একটা সময় সুরের জগৎকে ছেড়ে দিতে চেয়েছিলেন একেবারে, কিন্তু কেন? আসলে তিনি কিশোর কুমারের জন্যই ছেড়ে দিতে চেয়েছিলেন সুরের জগৎকে।

হয়ত আমরা অনেকেই জানি না, কিশোর কুমার কিন্তু সম্পর্কে মামা হয় বাপি লাহিড়ীর। তার সুরে অনেক গান গেয়েছে কিশোর কুমার। সেই গান আজ গানপ্রেমীদের কাছে দারুন অমূল্য সম্পদ। তবে এই কিশোর কুমারের জন্যই নাকি সংগীত জগৎকে ছেড়ে দিতে চেয়েছিল বাপি লাহিড়ী।

আরো পড়ুন: দুয়ারে বসন্ত, হাওয়া ব’দ’লে যা’চ্ছে শীঘ্রই! জেনে নিন আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থা’ক’বে

কিন্তু কেন এই সিদ্ধান্ত তার? আসলে কিশোর কুমারের খুব কাছের মানুষ ছিলেন বাপি লাহিড়ী। তাই কিশোর কুমারের মৃত্যুর পর একেবারেই ভেঙে পরেছিলেন বাপি লাহিড়ী, সে সিদ্ধান্ত নিয়েছিল গানের জগৎ ছেড়ে দেবেন তিনি। কোনোভাবেই সুর দেবেন না তিনি। কিন্তু পরে অবশ্য মন পরিবর্তন করতে হয় তাকে, তার অনুরাগীদের জন্য। মাত্র ১৯ বছর বয়সেই মুম্বাই পাড়ি দেন বাপি লাহিড়ী, আর তখন থেকেই তার প্রতিভা ফুটে ওঠে জীবনে।

আরো পড়ুন: তুমি ম’র’লে গোলাপ ফুল দি’য়ে আসবো, বউয়ের ইচ্ছাপূরণ করতে ভ্যালেন্টাইন্স ডে-তে যা করলেন স্বামী

তার কেরিয়ার তিনি শুরু করে শিকারি ছবিতে মিউজিক দিয়ে। আর সেইকাজেই দারুণ নজর কাড়ে সবার, তার সুরের পথ যান থেকেই চলতে থাকে। বাপি লাহিড়ী জীবনে ৫০০ টির বেশী ছবিতে সুর দিয়েছেন৫০০০ এর বেশী গানে। তার এই অসীম সৃষ্টি আমাদের মধ্যে রয়ে যাবে সারাজীবন। তার এই মুল্যবান উপহার সত্যিই অতুলনীয়। তার সুরে গলা মিলিয়েছেন সমস্ত বিদ্যজনেরা। কিশোর কুমার থেকে শুরু করে, মহম্মদ রফি, লতা, আশা , মান্না দে আরও কত কে।