সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীঘায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ! না দেখলে চ’র’ম মিস

বাঙালিদের ভ্রমণের কথা মাথায় আসতেই যে নামটি প্রথমেই উঠে আসে সেটি হলো দীঘা। দীঘায় চোখ ধাঁধানো সমুদ্র সৈকত পর্যটকদের মন জুড়িয়ে দেয়। আকর্ষণের কোনো খামতি নেই দীঘাতে। এবার থেকে সেখানে যুক্ত হলো আর একটি নতুন পালক। তৈরি হতে চলেছে বিরল সামুদ্রিক প্রাণীদের একটি সংগ্রহশালা এবং গবেষণা কেন্দ্র।

ইতিমধ্যেই থার্মোমিটারের পারদ চড়তে শুরু করে দিয়েছে। তাপমাত্রা যত বাড়বে,তত ভিড় বাড়বে দীঘায়। ইতিমধ্যেই নব রূপে সজ্জিত হয়েছে দীঘা। পাড়ে বসে সমুদ্রের সৌন্দর্য্য উপভোগ করার সঙ্গে বিশাল এক ডিসপ্লেতে উপভোগ করা যাবে সামুদ্রিক মাছের নানান দৃশ্য।

বিভিন্ন সতর্কতামূলক বিধিনিষেধ ও উল্লেখ থাকবে স্ক্রিনটিতে। জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া – এর এই নব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। দীঘা স্টেট জেনারেল হসপিটালের পাশেই অবস্থিত রয়েছে একটা বিশাল অ্যাকুয়ারিয়াম।

আরো খবর: নিয়োগ দু’র্নী’তি’তে কেউ জড়িত থাকলেই হবে যাবজ্জীবন কা’রা’দ’ণ্ড, ক’ঠো’র সা’জা ঘোষণা BJP শাসিত রাজ্যে

এতে রয়েছে বিভিন্ন সামুদ্রিক মাছ। সূত্রে খবর মৃত কিংবা জীবিত সামুদ্রিক মাছ অথবা প্রাণীকে সংরক্ষণের জন্য আরও একটি সংগ্রহশালা গড়ে তুলতে যাচ্ছে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। পর্যটকদের আকর্ষণ করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।