সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিয়োগ দু’র্নী’তি’তে কেউ জড়িত থাকলেই হবে যাবজ্জীবন কা’রা’দ’ণ্ড, ক’ঠো’র সা’জা ঘোষণা BJP শাসিত রাজ্যে

গত শুক্রবার , উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিন নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে এক কঠোর ঘোষণা করলেন । এক সাংস্কৃতি উৎসবে গিয়ে তিনি বললেন যুবসম্প্রদায়ের কঠোর পরিশমে যারা জল ঢেলে দিচ্ছে, তাঁদের প্রতি কোন আপোস নয় । দুর্নীতিতে ধরা পড়লে তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছরের জেল হবে । শুধু এটাই নয় বাজেয়াপ্ত হবে তার সম্পত্তিও ।

শুক্রবার ,উত্তরাখণ্ডের অবসরপ্রাপ্ত গভর্ণর লেফট্যানান্ট জেনারেল গুরমিত সিং উত্তরাখণ্ডের কম্পিটিটিভ এক্সামিনেশন আডিন্যান্স সই করেন । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন , রাজ্যপালের সম্মতি নিয়েই এই আডিন্যান্সকে আইনে পরিণত করবেন ।

অন্যদিকে দেরাদুনে ধর্নাতে বসেছে বেকার বিক্ষোভকারিরা । তাঁদের দাবি , নিয়োগ সংক্রান্ত অনিয়মের জন্য সিবিআই তদন্তের ব্যবস্থা করতে হবে । এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সেই এলাকায় । বিক্ষোভকে বাগে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। পুলিশের উপর তারা চড়াও হয় বলে অভিযোগ ।

আরো খবর: আজ সোমবার, কেমন ভাবে কা’ট’বে দিনটি দেখে নিন, রইলো রাশিফল (13.02.2023)

পাথরের আঘাতে জখম হয় ১৫ জন পুলিশ কর্মী , গ্রেফতার করা হয় পুলিশ সংগঠনের সভাপতি সহ ১৩ জনকে । মুখ্যমন্ত্রী জানিয়েদেন যে দুর্নীতির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়েছে।

যারা যুক্ত এই নিন্দনীয় অপরাধের সঙ্গে,তারা কেউই বাদ যাবেন না।অনেকেই আবার বাংলার সাথে তুলনা টানছেন।দিনের পর দিন তারা অবস্থান বিক্ষোভ করছেন , ছলছে সিবিআই তদন্তও।