সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাত হলেই অলৌ’কি’ক দৃ’শ্য চোখে পরে, বহু বছরের স্মৃ’তি তা’ড়া করছে এই ভু’তু’ড়ে স্টেশনকে

এই পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যার ব্যাখ্যা দেওয়া মুস্কিল হয়ে যায়। বিজ্ঞান সেখানে ব্যর্থ হয়ে পড়ে। ঠিক তেমনি একটি স্টেশনের গল্প আজকের প্রতিবেদনে বলবো। এই ঘটনা পুরোপুরি ওখানের স্থানীয় লোকদের কথা ও বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা।

শোনা যায় অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে একটা স্টেশন রয়েছে। আর ওই স্টেশনটি একটা অভিশপ্ত স্টেশন হয়ে থেকে গেছে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর ধরে। শুধু তাই নয় ওই স্টেশনটি স্থানীয়দের কাছে ‘ভূতুড়ে স্টেশন’ হিসাবে পরিচিত। তবেএই স্টেশনের আসল নাম বেগুনকোদর।

কিন্তু কেনো ওই স্টেশনটি সব সময় ফাঁকা থাকে? যত দূর জানা যায় ওখানের স্থানীয় বাসিন্দাদের থেকে ওই স্টেশনে বহু বছর আগে ওই স্টেশনের স্টেশন মাস্টার ও তাঁর স্ত্রী এক মধ্যরাতে খুন হন। তাদের শেষ অব্দি খুঁজে পাওয়া যায় একটা কুয়োর মধ্যে থেকে।

আরো খবর: শেহনাজের আঙুলে বহু মূ’ল্য’বা’ন হীরের আংটি, ক’বে বাগদান সারলেন? সব জানালেন সিদ্ধার্থের প্রেমিকা

আর ওই ঘটনার পর ওই রেল স্টেশনে যত গুলো কর্মী ছিল সব পালিয়ে যায় আর কখনো ফিরে আসেনি। শুধু তাই নয় ওখানে কেউ টিকতে পারেনা। স্থানীয়দের মতে ওই স্টেশনে শোনা যায় অদ্ভুত শব্দ, কোথাও কিছু নেই অথচ পোড়া পোড়া গন্ধ পাওয়া যায়।

এই অদ্ভুত কাণ্ড কারখানা গুলোর কোনো কারণ খুঁজে আজও পাওয়া যায়নি আর তাই ভয়ে ওখানের স্থানীয় মানুষরা ওই স্টেশন ব্যবহার করে না বলে জানিয়েছেন তারা। অনেকেই বলবেন এসব গুজব, বা মনের ভুল কিন্তু সকলের পক্ষে একই জিনিস দেখা বা গন্ধ পাওয়া এটা মোটেই স্বাভাবিক বিষয় নয়।