সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অন’লাইনে বু’কিং হ’চ্ছে না ভ্যাকসিনে’র স্ল’ট! হয়’রা’নি’র স্বী’কা’র পরিযায়ী শ্রমিক’রা

অনলাইনে বুকিং হচ্ছে না ভ্যাকসিনের স্লট! হয়রানির স্বীকার পরিযায়ী শ্রমিকরা

মালদা, ৮ সেপ্টেম্বর : ভ্যাকসিন পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকরা। এদিকে ভ্যাকসিন না নিলে উঠতে পারবেন না ট্রেনে। ফলে ফিরে যেতে পারছেন না নিজেদের কর্মস্থলে। এদিকে কাজ না করলে চলবে না সংসার। তাই চরম বিপাকে তারা। ভ্যাকসিন নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অনলাইন পোর্টালে স্লট করতে হবে।

কিন্তু প্রায় প্রত্যেক দিন বুকিং করার চেষ্টা করলেও বুক হচ্ছে না। অভিযোগ মিনিটের মধ্যে বুকিং শেষ হয়ে যাচ্ছে। আবার কখনো হচ্ছে সার্ভার সমস্যা। পরিযায়ী শ্রমিক দের অনেকের কাছেই নেই অ্যান্ড্রয়েড ফোন। ফলে ভ্যাকসিনের অনলাইন বুকিং করানোর জন্য তাদের যেতে হচ্ছে পার্শ্ববর্তী বিভিন্ন কম্পিউটার সেন্টার বা ক্যাফেতে।

সেখানে গিয়ে সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে তারা। কিন্তু তারপরেও হচ্ছে না বুকিং। প্রত্যেকদিন স্লট বুকিং না করিয়েই আবার হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। এদিকে রয়েছে কর্মস্থলে ফিরে যাওয়ার তাড়া। কারণ তাদের কাজের উপরেই চলে তাদের সংসার। সঠিক সময়ে যেতে না পারলে রয়েছে কাজ হারানোর ভয়। সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন মালদহের হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকরা।