সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TET-এ পা’শ না করেও কি ৮৬ জনের চা’ক’রি হয়েছে? দা’য়ে’র হলো মামলা

এস এস সি দুর্নীতি নিয়ে বর্তমানে সরব রাজ্য রাজনীতি, তাঁর মধ্যেই এবার আগুনে ঘি ঢালার মতো কাজ করল জনস্বার্থ মামলা করে। এস এস সি দুর্নীতি র পর এবার প্রাইমারি দুর্নীতি। সেখানেও রয়েছে দারুণ জালিয়াতি কাজকর্ম।

পরীক্ষায় পাস না করেই করছে তারা চাকরি, এমন অভিযোগ নিয়েই জনস্বার্থ মামলা, বেআইনি ভাবে চাকরি পেয়েছে, হয়েছে নিয়োগও বেআইনি পথ ধরেই।

ইতিমধ্যেই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে, যা নিয়ে ৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি সকলেই টেটে ফেল করেও বিন্দাস চাকরি করে চলেছে।

আরো পড়ুন: শক্তি বৃদ্ধি করে “আলেক্স” ধে’য়ে আসছে উপকূলের দিকে, এই দেশগুলোতে ব্যা’প’ক প্র’ভা’ব পড়বে

আদালত সূত্রে যে খবর পাওয়া গেছে সেখানে বলা হয়েছে, ২০১৪ সালের প্যানেল ধরে নিয়োগ চলছে নাকি এখনও। গতবছর ৬ দফায় হয়েছে এই নিয়োগ, এবারও সেই নিয়োগের জন্য নোটিস জারি করেছে সরকার।

এবার সেই ২০১৪ সালের প্রাইমারি নিয়োগ নিয়েই শুরু হল নতুন জল্পনা। ত্রিদিব বাগ নামে একজন দাবি জানিয়েছে, ২০১৪ সালের টেটে উত্তীর্ণ হতে নাপেরেও পল্লবী মান্না হুগলির মধুসূদনপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন।

সুব্রত মন্ডল নামে একজনেরও একই অবস্থা, ২০১৪ সালে সুব্রত মন্ডল টেটে ফেল করে হাইকোর্টে মামলা করেন ঠিকই কিন্তু পরেই আবার সেই মামলা তুলে নেন নিজেই। আবার চাকরিও পেয়ে যায় সে। কিভাবে এটা সম্ভব? এই নিয়ে উঠছে প্রশ্ন।

এই সমস্ত কান্ডের পর মামলাকারীর আইনজীবী জানায় আসলে সময় নষ্টে প্রাথমিক নথি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এবার মামলার অনুমতি দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে বলে জানা গেছে। এদিকে আবার একটি স্বতন্ত্র মামলায় ২০১৪ সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতি কেন গ্রহণ যোগ্য নয়? সেই প্রশ্ন করে রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট।