সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশি না ওয়েস্টার্ন? কোন টয়লেট আপনার জন্য বে’শি ভা’লো?

ইন্ডিয়ান কোমডের তুলনায় আজকাল ওয়েস্টার্ন কোমরের সংখ্যা বেড়ে গিয়েছে। এক্সপ্রেস ট্রেন থেকে হোটেলে দেখা যেত এই ধরনের কোমড। এখন অনেকে বাড়িতেও কোমড বসাচ্ছেন। এদেশের মানুষ আমার সব বেশিরভাগ ইন্ডিয়ান কমোড ব্যবহার করেই অভ্যস্ত। কিন্তু জানেন কি ওয়েস্টার্ন কমোডের তুলনায় ভারতীয় কোমড শরীরের জন্য বেশি উপকারী।

কি কি উপকারিতা রয়েছে জানেন। মধ্যবিত্ত বাড়ি থেকে উচ্চবিত্ত কোমডের ব্যবহার বৃদ্ধি পেয়েছে বিভিন্ন বাড়িতে। কিন্তু এই ধরনের টয়লেট ব্যবহার করলে স্বাস্থ্যের অবনতি ঘটে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি স্বাস্থ্য মতে ইন্ডিয়ান ব্যবহার করাই শ্রেয়। বিশেষজ্ঞ আর চিকিৎসকরা অন্তত তাই বলছেন ।

ভারতীয় কমোড ব্যবহার করা অনেক বেশি সুরক্ষিত। ভারতীয় কোমড ব্যবহার করার সময় ব্যক্তির শরীর নাড়াচাড়া পড়ে। আপাদমস্তক একটা চাপ থাকে। তবে ওয়েস্টার্ন এর ক্ষেত্রে সেই আরাম পাওয়া যায় না। শরীরে কোন চাপ থাকে না এর ফলে অস্বস্তি তৈরি হয়।

আরো খবর: বাড়ির লাইট রাত ৯.৩৫-টায় ব’ন্ধ হয়ে যা’বে!

ইন্ডিয়ানে পেট পরিষ্কার হতে অনেক কম সময় লাগে। ওয়েস্টার্নের ক্ষেত্রে সময় অনেক বেশি লাগে। রোগ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় ওয়েস্টার্ন ব্যবহার করলে। বিশেষ করে আমাশয় এবং পিত্ত নালির সমস্যায় ভুগতে পারেন মানুষ। বিশেষ করে বসার সময নানান রকম জীবাণু ছড়িয়ে পড়তে পারে ত্বকে।

এদিক থেকে ভারতীয় কোমড অনেক বেশি উপযোগী। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কম হয় এমনকি গর্ভবতী মহিলাদের জন্যও ভারতীয় কোমড অনেক বেশি সুরক্ষিত। এমনকি ওয়েস্টার্ন ব্যবহার করলে হাড়ের ব্যথা হতে পারে। অস্থি মজ্জায় টান ধরতে পারে কিন্তু ভারতীয় স্টাইলে এই দিক থেকে অনেকটাই ঝুঁকিমুক্ত থাকা যায়।