সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডেঙ্গুর প্র’কো’প বাড়ছে, কয়েকটি গুরুত্বপূর্ণ ক’থা মে’নে চলুন

একদিকে করোনা আর এক দিকে ডেঙ্গুর প্রকোপ। সম্প্রতি চিকিৎসকদের কপালে ভাঁজ পড়েছে ক্রমশ ডেঙ্গি রোগের প্রভাব বেড়ে যাওয়ার কারণে। ঋতু পরিবর্তনের কারণেই হচ্ছে নানান রকম সর্দি-জ্বর-কাশি। যদি কোনো কারণে গায়ের তাপমাত্রা বেশি হয় তবে সে ক্ষেত্রে অবশ্যই দেরি না করে ডাক্তারি পরামর্শ নিতে হবে।

চিকিৎসকদের মতে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণে যথেষ্ট সর্তকতা অবলম্বন করতে হবে। সর্তকতা অবলম্বন করার ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে যাতে ডেঙ্গি হওয়ার কোনো উপসর্গ দেখা দিলে তা যেন একেবারে অদেখা না করা হয়।

একদিকে করোনার বিষয়ে নানান সর্তকতা জারি করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। সম্প্রতি জানা গেছে, ওদলাবারি এবং বাগরাকোট এলাকাতে মোট ৪৬ জনের শরীরে ধরা পড়েছে ডেঙ্গি। সুতরাং এই রোগ হলে অবশ্যই কিছু জিনিস মাথায় রেখে চলা উচিত।

আরো পড়ুন: গুজরাট কংগ্রেসে জো’র ধা’ক্কা, দল ছাড়লেন হার্দিক প্যাটেল

আসুন জেনে নিই কি কি জিনিসের উপর বেশি নজর রাখতে হবে। ঋতু পরিবর্তন হচ্ছে তাই জ্বর হওয়া স্বাভাবিক তবে জ্বরের তাপমাত্রা যদি বেশি থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে।

জ্বরের সঙ্গে মাথাব্যথা হলে বুঝতে হবে এটি ডেঙ্গি রোগের লক্ষণ। ডেঙ্গি রোগের লক্ষণ হিসেবে চোখে ব্যথা হয়, অনেক সময় চামড়া লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়।

যদি ডেঙ্গির উপসর্গ দেখা দেয় তবে অবশ্যই দেরি না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে তবে চলুন। খাদ্য তালিকার মধ্যে রাখবেন ফলের জুস, লেবুর শরবত এবং ডাবের জল। ডেঙ্গি হলে অবশ্যই শরীরকে বিশ্রাম দিতে হবে। ওষুধ খেয়ে যদি জ্বর কমে যায় তারপরেও কিছু দিন নিজেকে বিশ্রাম দিতে হবে।

আরো পড়ুন: আজ কি তবে গ্রে’ফ’তা’র হবেন পার্থ চট্টোপাধ্যায়?

বিশেষ করে ডেঙ্গির প্রকোপ দেখা যায় জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে। এই সময় এডিস মশার বংশ বিস্তার হয় সেই কারণে সব সময় সতর্ক থাকবেন। যেন আপনার আশেপাশের এলাকায় পরিষ্কার থাকে।

কোথাও জল জমতে দেবেন না, রাত্রে ঘুমানোর সময় অবশ্যই মশারী টাঙিয়ে শোবেন। ঘরে যাতে মশার উপদ্রব না থাকে সেই জন্য নানান রকমের মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করতে পারেন।