সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আরো বাড়লো বি’ত’র্ক, রাজ্যপাল ধনকড়কে অপসারণ করার দা’বি উ’ঠ’লো সংসদে

“রাজ্যপাল ধনকড়কে সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করুন রাষ্ট্রপতি।” সোমবার বাজেট অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের কাছে এমন দাবি জানালেন লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যা এক কথায় নজিরবিহীন ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এই বক্তব্যের শেষে উপস্থিত সকল সাংসদের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন তিনি। সেই সময় সামনের সারিতে বসেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ। সূত্রের খবর, সেই সময় রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে অপসারণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সংসদীয় সূত্রের খবর, তৃণমূল সাংসদ অভিযোগ করেন, বাংলার রাজ্যপাল নানা ভাবে রাজ্য সরকারকে বিব্রত করছেন।

তিনি রাজ্যের কাজে সমস্যা তৈরি করছেন। যা সংসদীয় গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। তাই অবিলম্বে রাজ্যপালকে সরানোর জন্য রাষ্ট্রপতিকে পদক্ষেপ করার দাবি জানান জানান লোকসভার তৃণমূলের দলনেতা।