সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’নে প্রাণে বাঙালি, UNESCO-র হেরিটেজ ত’ক’মা পেলো প্রি’য় দুর্গাপুজো

পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা থাকেন সেই প্রান্তেই নিজেদের মতো করে দুর্গা পুজোর আয়োজন করেন বাঙালিরা। তা ক্যালিফোর্নিয়াই হোক বা কুইন্সল্যান্ড অথবা লন্ডন হোক বা লেবানন; দুর্গাপুজোকে বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে দিয়েছে বাঙালি।এবার ইউনেসকোর ( UNESCO)-র হেরিটেজ তকমা পেল কলকাতার দুর্গাপুজো।আপামর বাঙালির জন্য এটি দুর্দান্ত খবর। বুধবার ইউনেসকোর স্বীকৃতি পেল এই দুর্গাপুজো।

ইউনেসকোর তরফে বুধবার বিকেলে জানানো হয়, কলকাতার দুর্গাপুজোকে ইনট্যানজিবেল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় যুক্ত করা হল। গত ১৩ ডিসেম্বর থেকে হেরিটেজ সুরক্ষা সংক্রান্ত আন্তঃসরকার কমিটির ১৬ তম অধিবেশন হচ্ছে। সেই অধিবেশনেই ‘কলকাতার দুর্গাপুজো’-কে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে।

দুর্গাপুজো শুধু বাঙালির শ্রেষ্ঠ উৎসবই নয়, বাঙালির কাছে এখন দুর্গাপুজো একটা কার্নিভাল। কলকাতার দুর্গাপুজোকে কার্নিভালে পরিণত করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান রয়েছে। সারা বিশ্বের কাছে কলকাতার দুর্গাপুজোকে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক বছর বিজয়ার পরে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল হয়। সেখানে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমন্ত্রিত থাকেন বিদেশীরাও। ফলে গোটা বিশ্বের আঙিনায় সমাদৃত হয়েছে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য।