সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৮ বছর পর নয়া আন্দাজে মুক্তি পেলো DDLJ, কত টা’কা’র টিকিট বি’ক্রি হলো?

সেই ছবি যা ১২ বছর মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে চলেছিল একটানা। বিশ্ব রেকর্ড গড়েছিল এই সিনেমা। আবারও মুক্তি পেয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। উপলক্ষ valentines day 2023। পিভিয়ার আইনক্সসহ আরো বিভিন্ন মাল্টিপ্লেক্স গুলিতে মুক্তি পেয়েছে এই ছবি। স্মৃতি ফিরে এসেছে গত শুক্রবার। বক্স অফিস ও ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী ওই ছবি তৎকালীন সময়ে একদিনে আয় করেছিল আড়াই লক্ষ টাকা।

আর ইতিহাসের পুনরাবৃত্তি হতেই ওই ছবি একদিনে আয় করে ফেলল ১০ লাখ টাকা। সবমিলিয়ে সপ্তাহের শেষে এই ছবির গড় আয় প্রায় ২২ লক্ষের কাছাকাছি। ছবির নির্মাতারা আশা করছেন ৬০ লক্ষের কাছাকাছি টিকিট বিক্রি হবে। পাঠান ১০০০ কোটি ছুতে চলেছে।

সিনেমার গান মুক্তি পেতেই শুরু হয়ে গিয়েছিল বিতর্ক অবশেষে সমস্ত বিতর্কে জল ঢেলে শাহরুখ প্রমাণ করলেন যে তিনি কিং। ছবির একাধিক দৃশ্য বাদ দিলেও তাড়িয়ে তাড়িয়ে মানুষ উপভোগ করেছে এই ছবি। বয়কট পাঠান ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছিল গোটা ভারতে।

আরো খবর: আমি কিন্তু নিজের ই’চ্ছা’য় সিঙ্গেল নই! এখন বি’য়ে না করার আফসোস সলমনের

কিন্তু তাতে কি ভারত শুধু নয় প্রতিবেশী দেশগুলিতেও রমরমিয়ে ব্যবসা করেছে এই ছবি। তবে সেই পুরনো দিনের স্মৃতি ফিরে এসেছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির হাত ধরে।

মুম্বাই কলকাতা জয়পুর সহ বিভিন্ন শহরে চলছে এই ছবি। আবারো পর্দায় সেই পুরনো কাজল শাহরুখ জুটি। ছবি দেখবার জন্য valentines day দিন রীতিমতো ভিড় উপচে পড়েছে। যতই হোক পুরনো চাল যে ভাতে বাড়ে সেটাই প্রমাণ করেছেন শাহরুখ কাজলের এই জুটি।