সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্রেডিট কা’র্ড ব’ন্ধ করতে সময় লাগছে? উল্টে ব্যাংক ৫০০ টা’কা দে’বে আপনাকে

আর বি আই এর তরফ থেকে এবার নতুন নির্দেশিকা জারি করা হল। পুরোনো নিয়মকেই এবার নতুনভাবে প্রকাশ্যে আনা হল। সেই নিয়মে ক্রেডিট ও ডেবিট কার্ডের অপারেশন নিয়ে নির্দিষ্ট কিছু ডাইরেকশন দেওয়া হল।

শোনা যাচ্ছে আগামী ১ লা জুলাই থেকেই এই নিয়ম কার্যকরী করা হবে। তাহলে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক আর বি আই বিজ্ঞপ্তিতে কি বলেছে। ক্রেডিট কার্ডের ওপরে ঘোষণা। ক্রেডিট কার্ড বন্ধ নিয়ে একটি বিশেষ ঘোষণা।

আসলে যদি কেউ ক্রেডিট কার্ড বন্ধ করতে চান তাঁর জন্য আবেদন জমা পরার পর ৭ দিন সময় পাবে ব্যাঙ্ক। সাতটি কর্ম দিবসের মধ্যেই ব্যাঙ্ককে সেই কাজ করতে হবে। ব্যাঙ্ককে সেই গ্রাহকের নেওয়া ঋণ সম্পর্কেও অবগত করেছে আর বি আই।

আরো পড়ুন: মা’ত্র ৬৫ বছর বয়সে জীবনের দ্বিতীয় ইনিংস খে’ল’তে চলেছেন প্রাক্তণ ক্রিকেটার অরুনলাল

বকেয়া মেটানোর ক্ষেত্রেও বিষয়টা নিয়ে সময় পাবে ব্যাঙ্ক ৭ দিন। কিন্তু যদি সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারে ব্যাঙ্ক? তাহলে কি হতে পারে।

সেটা নিয়ে আর বি আই বলেছে, ৭ টি কর্মদিবসের মধ্যে যদি ব্যাঙ্ক সম্পূর্ণ কাজ শেষ করতে না পারে তাহলে সেই জরিমানা ব্যাঙ্ককে দিতে হবে। আর এটা বাধ্যতামূলক।

জরিমাণার পরিমাণ কত? ৭ দিনের পর থেকে বাড়তি দিন গুলো হিসেবে ৫০০ টাকা করে জরিমানা লাগবে। তাঁর সাথে আর বি আই বলেছে, ক্রেডিট কার্ড বন্ধ করার পর গ্রাহককে এস এম এস কিংবা ইমেল এর মাধ্যমে অবগত করতে হবে ব্যাঙ্কের।