সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজের রেশন কা’র্ড নিজেই বানান ঘরে বসেই, ন’য়া অ্যা’প ল’ঞ্চ করলো খাদ্য দফতর

পুজোর আগেই একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে রাজ্যের খাদ্য দফতর। নতুন এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে, ‘খাদ্যসাথী – আমার রেশন মোবাইলে অ্যাপ’। নতুন এই অ্যাপটির মাধ্যমে যে কোনও ব্যক্তি ঘরে বসে রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় পরিষেবা পেতে পারবেন। বারবার ক্যাফে যেতে হবে না আর।

এই অ্যাপের মাধ্যমে নিজের রেশন কার্ড যেমন বানানো যাবে তেমনি মৃত কোনও ব্যক্তির রেশন কার্ড বাতিল, রেশন কার্ডের ভ্রম সংশোধন করার মত বিষয়ও এই অ্যাপটির মাধ্যমে কার্যকর করা যাবে। খাদ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকার সব দফতরকেই ই-গভর্ন্যান্স এর উপর জোর দিতে নির্দেশ দিয়েছে। এখন সবার কাছেই ফোন রয়েছে।

তাই রেশন দোকানে ভিড় না করে যদি নিজের ঘরে বসেই রেশন সংক্রান্ত সব আপডেট পাওয়া যায় তাহলে অনেক সুবিধে হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে নিজের ফোন নম্বর দিয়ে আর তার পরই যা যা তথ্য জানতে চাওয়া হবে সবই করা যাবে এই অ্যাপ টির মাধ্যমে।

আরো পড়ুন: দিওয়ালির উৎসবে দেশে ছ’ড়া’তে পারে নতুন ও’মি’ক্র’ন! নতুন ক’রো’না চিনবেন কিভাবে?

শুধু রেশন কার্ড নয় কৃষকরা ধান বিক্রি করার জন্য নিজের পছন্দ মতো ধান বিক্রয় কেন্দ্র এবং তারিখ বেছে নিতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। খাদ্য দফতর সূত্রে খবর, কোনও কৃষক সরকারি স্তরে ধান বিক্রি করতে চান তাহলে তাকে খাদ্য দফতরে নির্দিষ্ট একটি পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করাতে হয়।

নাম নথিভুক্ত হওয়ার পর একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন ওই সংশ্লিষ্ট কৃষক। সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওই অ্যাপটিতে গিয়ে আবেদন করলেই নিজের পছন্দ মতো জায়গায় ধান বিক্রি করার জায়গা ও তারিখ জানিয়ে দেওয়া হবে।

তাতে করে কোথায় বিক্রি করবেন বলে কৃষকদের যে চিন্তা থাকে সেটাও কমবে বলে জানিয়েছে খাদ্য দফতরের আধিকারিকগণ। তাহলে আর দেরি কেনো এখনই ডাউনলোড করুন এই অ্যাপ। আর সরকারের ই- গভর্ন্যান্স – এর সুবিধে নিন।