সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আবার ক’রো’না’র নতুন রূ’প “ডেলমিক্রন”, ফের অতিমারীর আ’শ’ঙ্কা’য় কাঁ’প’ছে বি’শ্ব

একে রামে রক্ষা নেই তার উপর সুগ্রীব দোসর! করোনার ভয়ঙ্কর রূপ ওমিক্রন নিয়ে হিমশিম খাচ্ছেন বিজ্ঞানীরা। চিকিৎসা বিজ্ঞানীরাও এর থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন। এরই মাঝে আতঙ্ক ছড়াচ্ছে করোনার আরেক ভেরিয়েন্ট ডেলওমিক্রন। ইউরোপ এবং আমেরিকাতে এই নতুন ভাইরাসের খোঁজ মিলেছে।

ডেল্টা এবং ওমিক্রনের সমষ্টি মিলে হয়েছে ডেলওমিক্রন। এটি আলফা বা বিটার মতো আলাদা কোনো রূপ নয়। করোনার দুটি রূপ ডেল্টা এবং ওমিক্রন একসঙ্গে ভয়ংকরভাবে ছড়াচ্ছে। তাই তাদের যুগ্মভাবে এই নামকরণ করা হয়েছে। 2021 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে ডেল্টা মারাত্মক আকার ধারণ করেছিল। তখন প্রচুর আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হয়।

ব্রেনফগ, পেশীর ব্যথা, চুল উঠে যাওয়া, স্বাদ-গন্ধ চলে যাওয়ার মতো বিভিন্ন উপসর্গ দীর্ঘদিন ধরেই ডেল্টা আক্রান্তদের কাবু করে রেখেছিল। এরপর ওমিক্রন আক্রান্তদের মধ্যে মাথা ব্যথা, গলা চুলকানো ও ক্লান্তির উপসর্গ দেখা দিল। তবে ওমিক্রন কতটা মারাত্মক হতে পারে সেই নিয়ে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা।

একাধিক রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেল্টা এবং ওমিক্রনের প্রভাব যুগ্মভাবে রয়েছে তাদের মধ্যে। তীব্র জ্বর, একটানা কাশি, স্বাদ গন্ধ অনুভূতি চলে যাওয়া, মাথাব্যথা, সর্দি, গলা খুসখুস ডেলমিক্রনের প্রধান প্রধান উপসর্গ। ভারতে এটি ছড়িয়ে পড়েছে কিনা সেই নিয়ে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিরাপদ থাকার একমাত্র উপায় বলে মনে করছেন তারা।