সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র জেরে মাঝ সমুদ্রে দাঁ’ড়ি’য়ে কর্ডেলিয়া, প্রমোদতরীতে আ’ট’ক ২ হাজার যা’ত্রী

কর্ডেলিয়া, মুম্বাই থেকে গোয়া গামী ক্রুজ জাহাজ। সেই জাহাজের মধ্যে রয়েছে দুহাজারের বেশী যাত্রী। কিন্তু সেই যাত্রীদের মধ্যেই 66 জন যাত্রীর দেহে মিলেছে করোনাভাইরাস, আর সেই কারণেই ক্রুজ জাহাজটিকে মাঝ সমুদ্রে আটকে দেওয়া হয়েছে। একেবারে ছুটির মরসুমে, মুম্বাই থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল যাত্রীগণ, কিন্তু হঠাৎ করেই তাদের মাঝে এই করোনার থাবা থামিয়ে দিল মাঝ সমুদ্রে। স্বাভাবিকভাবেই গোয়ার প্রশাসন কোনো যাত্রীকেই নামতে দেয়নি ক্রুজ থেকে। আর সেই কারণেই একেবারে নাজেহাল অবস্থা 2000 যাত্রীর।

এই নিয়ে অবশ্য বিশ্বজিৎ রানে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গোয়ায় প্রবেশ করার আগেই সেই ক্রুজের সমস্ত যাত্রীর করোনা পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষাতেই দেখা যায়, 66 জন যাত্রীর দেহে মিলেছে করোনাভাইরাস। ইতিমধ্যে জাহাজটিকে নোঙর করার অনুমতি দেওয়া হয়নি, যতক্ষণ না সমস্ত যাত্রীর দেহের করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট আসছে, ততক্ষণ পর্যন্ত তাদের জাহাজ থেকে নামতে দেওয়া হবে না।

এদিকে আরো জানা গেছে, সেই ক্রুজ জাহাজ এ মোট 2017 জন যাত্রী রয়েছে। স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে জানানো হয়েছে, ক্রু সদস্যদের মধ্যে একজনের দেহ মিলেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত কোনো যাত্রী দেহে করোনাভাইরাস এর সন্ধান পাওয়া যায়নি তবে ইতিমধ্যেই সমস্ত যাত্রীর করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

ড. ইউজিন ডিসুজা যিনি একজন প্যাথলজিস্ট,সমস্ত জাতির করোনা পরীক্ষা করার দায়িত্ব তিনি নিয়েছেন। এই বিষয় নিয়ে যিনি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, গতকাল সোমবার 11 টা থেকে যাত্রীদের rt-pcr টেস্ট চালু হয়েছিল আজ মঙ্গলবার সেই পরীক্ষা চলবে আরও। ইতিমধ্যেই পাঁচছো প্রশ্নের নমুনা সংগ্রহ করা হয়েছে, এই সংখ্যা সামনে আরও বাড়বে।