সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গো’টা দেশে এই কোম্পানি সস্তার বাইকে এক নম্বর! আশপাশে নেই Pulsar-Honda

গত বছর স্প্লেনডর বিক্রি হয়েছে ২,১২,৩৪১ ইউনিট মডেল বাইক। ১৯৯৪ সালে লঞ্চ হয়েছিল হিরো স্প্লেনডর। তার পর থেকে তিন দশক ধরে বহু গ্রাহক এই মডেল কিনেছেন। লো মেনটেনেন্স ও ভাল মাইলেজের জন্য গ্রাহকদের প্রথম পছন্দ স্প্লেনডর।

২৮ বছরে একাধিকবার আপগ্রে়ড করে এই মডেল লঞ্চ করেছে হিরো। 100cc সিঙ্গল সিলিন্ডার OHC ইঞ্জিন থাকে এই মডেলে। Splendor+-এর দাম ৭১,৭৬ টাকা (এক্স শোরুম) থেকে শুরু।

এই মডেলে ইলেকট্রিক এবং কিক স্টার্ট রয়েছে। প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন ফুয়েল সিস্টেম থাকে। Hero Splendor+ তিনটি বিকল্পে পাওয়া যায়।

আরো খবর: “আকাশছোঁয়া ষ’ড়’য’ন্ত্র হয়েছে”, ED-র কাছে ১৯ কোটি টা’কা নেওয়ার ক’থা স্বী’কা’র কুন্তলের

অনেক গ্রাহক দাবি করেছেন, এই মডেলে তাঁরা প্রতি লিটার পেট্রোলে ৭০ কিমি পর্যন্ত মাইলেজ পেয়েছেন। Splendor+ BS6-এর ফুয়েব ক্যাপাসিটি ৯.৮ লিটার।