সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্চেই Coca-Cola লঞ্চ করছে স্মার্টফোন, কি কি থাকবে ফোনে?

বিশ্বের জনপ্রিয় মার্কিন সংস্থা কোকাকোলা এবার তারা সফ্ট ড্রিংক এর সাথে সাথে মোবাইল বানাতেও শুরু করেছে। আজ্ঞে হ্যাঁ তারা এবার সফট ড্রিংক কোম্পানি হওয়া সত্ত ্বেও ভারতের কোনো একটি মোবাইল সংস্থার সাথে হাতে মিলিয়ে এই কাজ করতে চলেছে।

তাদের এই মোবাইলের ছবি ইতিমধ্যে সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মোবাইলের পেছনে রয়েছে কোকাকোলার ব্র্যান্ডিং। ভারতে নাকি এই ফোন মার্চ মাসের মধ্যেই লঞ্চ হতে চলেছে। ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে এই ফোন লঞ্চ হয়ে যেতে পারে, তার খবর পেয়ে অনেকেই নাকি আগ্রহ দেখিয়েছে।

তবে এখনো কোন ফোন সংস্থার সাথে হাত মিলিয়ে কাজ করছে তারা সেটা প্রকাশ্যে আসে নি। তবে কোকাকোলা ব্র্যান্ডের নতুন ফোনের ডিজাইনের সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে রিয়েল মি টেনের।

আরো খবর: দ’খ’ল করা জমি শীঘ্রই ফে’র’ত দিন, নোবেলজয়ী অমর্ত্য সেনকে চিঠি

আর এই থেকেই অনুমান করা হচ্ছে যে হয়তো রিয়েল মির সাথেই হাত মিলিয়েছে কোকাকোলা সংস্থা। সম্প্রতি যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ফোনের পেছনে কোকাকোলার ব্র্যান্ডিং এর সাথে সাথে, রয়েছে ডুয়াল ক্যামেরা।

ফোনের ডানদিকে রয়েছে ভলিউম বাটন। লাল রঙের এই ফোনের পেছনের লুক প্রকাশ্যে এলেও সামনের লুক প্রকাশ্যে আসে নি। তাই এখনও বলা মুশকিল কোন সংস্থার সাথে হাত মিলিয়েছে তারা।