সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভাঁড়ার শুন্য, কেন্দ্রের টা’কা যাতে ফস্কে না যায়! বৈ’ঠ’ক অ’র্থ দপ্তরের

এক কথায় রাজ্য সরকারের ভাড়ারের অবস্থা খুবই শোচনীয়,তাই এই মুহূর্তে কোনো রকম কেন্দ্রীয় বরাদ্দ বাদ দেওয়া যাবে না। সবগুলোকেই নিজেদের অংশগ্রহণ করা আবশ্যক। মোটকথা কোনো রকম ভুলচুক করতে চাইছে না রাজ্য, কারণ কেন্দ্রীয় অনুদানের নিয়ম মাঝেমাঝেই বদল ঘটতে থাকে।

তাই এবার সব দিকে নজর দিয়ে সব কাজ করার কথা চিন্তা করছে রাজ্য সরকার।কেন্দ্রীয় অনুদানের টাকা কোনো মতেই হাতছাড়া করা যাবে না। ছোট কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকলে চলবে না, সেই কারণেই সমস্ত দফতরের আর্থিক উপদেষ্টাদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে।

কেন্দ্রের কাছ থেকে আসা সমস্ত অর্থই এখন গুরুত্বপূর্ণ, তাই একজন আর্থিক উপদেষ্টা জানিয়েছেন, কেন্দ্রীয় অনুদান যদি পেতে হয়, তাহলে খুঁটিনাটি সমস্ত দিক দেখে নেওয়া উচিৎ। তাই কোনো রকম ভুলত্রুটি করলে চলবে না তাই আগামী ১৬ জুলাই এই নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন: আমি মসিহাকে জ’ন্ম দে’বো, বেবিবাম্প দেখিয়ে ঘো’ষ’ণা রাখির, ভাইরাল ভিডিও

কেন্দ্রীয় প্রকল্পের টাকা হাতে পাওয়া কিন্তু অতটাও সহজ না, এরজন্য প্রথমেই রাজ্য সরকারকে কেন্দ্রের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (পিএফএমএস) সাথে যুক্ত হতে হবে। সেই কারণেই ইতিমধ্যে এর মধ্যে যুক্ত হচ্ছে অর্থ দফতরও।

তবে কি সমস্ত কাজ এখানেই শেষ হচ্ছে তা কিন্তু নয়। কারণ এরপরে স্টেট নোডাল এজেন্সি’র ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা-সহ একাধিক ‘মডিউল’ করতে হচ্ছে রাজ্য সরকারকে। এই সমস্ত বিষয় নিয়েই একজন কর্তা জানিয়েছেন, এখানে অনেক আর্থিক উপদেষ্টা রয়েছেন যারা কিনা সদ্য কাজে যোগদান করছে।

তাই তাদের সমস্ত কিছু শেখাতে নির্ভুল ভাবে প্রকল্প খতিয়ে দেখতে ও সময়ের মধ্যে তার সমস্ত কাজ শেষ করার প্রশিক্ষণ নেবে তারা। মোট কথা কোনো মতেই এবার কেন্দ্রীয় আর্থিক সহযোগিতা হাতছাড়া করা যাবে না।