সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়দিনে স্পে’শা’ল ট্রেন, এবা’র পুরী না দার্জিলিং? জানুন সময়সূচি

সামনেই বড়দিন। এই বড়দিন উপলক্ষে ভারতীয় রেল এবার কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি,শিয়ালদা থেকে পুরীগামী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে ট্রেনের বুকিং শুরু হবে।

রাত ১১টা ৩০ মিনিটে ০৩১২৯ কলকাতা- এনজেপি উইন্টার স্পেশাল কলকাতা স্টেশন থেকে ছাড়বে । ২৫ ডিসেম্বর এই ট্রেনটি রয়েছে। পরের দিন সকাল ১০.১০ মিনিটে এটি এনজেপি পৌঁছবে।

অন্যদিকে ০৩১৩০ এনজেপি- কলকাতা স্পেশাল ট্রেন ২৬ ডিসেম্বর ১২.৩৫ মিনিটে ছাড়বে। পরের দিন রাত ১২টা ৫০ মিনিটে এটি কলকাতা পৌঁছবে। ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসই, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে।

আরো খবর: ২০২৩ সালে সিংহ রাশির ভা’গ্য কি ইশা’রা করছে? আ’র্থি’ক স’ঙ্ক’ট না উ’ন্ন’তি?

২৫ ডিসেম্বর ০৩১০৩ শিয়ালদহ-পুরী স্পেশাল ট্রেন শিয়ালদা ছাড়বে রাত ১১টা ৫০ মিনিটে। পরের দিন ৯টা ৩৫ মিনিটে পুরীতে পৌঁছবে। ০৩১০৪ পুরী শিয়ালদা স্পেশাল ট্রেন ২৬ ডিসেম্বর পুরী থেকে ছাড়বে দুপুর ৩টে ৫০ মিনিটে।

পরের দিন রাত ২টো তে ট্রেনটি শিয়ালদা পৌঁছবে। ট্রেনটি দুদিকেই ভট্টনগর, আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক,জয়পুর কে রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে থামবে।