সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঙ্গলের মাটি পৃথিবীতে নিয়ে আসবে চীন, দেবে নাসাকে ট’ক্ক’র

মহাকাশ গবেষণায় চীনও পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। তারা ইতিমধ্যেই মঙ্গল গ্রহে পাঠিয়েছে অরবিটার, ল্যান্ডার এবং রোভার। তবে এইবার এমন এক কাজ করতে চলেছে তারা যার খবর পেতেই অবাক গোটা বিশ্ববাসী।

এই কাজ যে একসময় NASA এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি করবে তা জানা ছিল। তবে তাদের প্রায় দুই বছর আগে চীন তা করতে চলেছে। অর্থাৎ, এই কাজের মাধ্যমেই NASA এবং USA-র থেকে এশিয়ার এই দেশটি অনেকটা এগিয়ে গেল। এবার তারা লাল গ্রহ (মঙ্গল) থেকে মাটি, পাথর সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে।

২০৩১ সালে এই নমুনা আনার মিশন হবে। এ প্রসঙ্গে চিনের নানজিং ইউনিভার্সিটির সেমিনারে তিয়ানওয়েন-১ মার্স অরবিটার ও রোভার মিশনের প্রধান সুন জেঝৌ ইঙ্গিত দিলেন, ২০২৮ সালে জোড়া মিশন যাবে মঙ্গলে, ২০২৯ সালে মহাকাশযানটি মঙ্গলের মাটিতে পা রাখবে, আর ২০৩১ সালে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে।

আরো পড়ুন: আপনার শিশু কি থাইরয়েড আ’ক্রা’ন্ত? বুঝবেন কিভাবে?

জানা গেছে চীনের ওই মিশনের মহাকাশযান গঠনগত দিক থেকে NASA এবং USA-র থেকে সরল হবে। চীনের এই মহাকাশযানে শুধুমাত্র একটি ল্যান্ডার ও একটি রিটার্ন মডিউল থাকবে, কোনো রোভার থাকবে না বলেই জানা যাচ্ছে। চীনের এহেন অগ্রগতিতে NASA কি নতুন কোনো পদক্ষেপ নেবে? কি মনে হয় আপনাদের!