সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়া-ইউক্রেনের যু’দ্ধে’র আ’ব’হে সার্বিয়াকে HQ-22 ক্ষে’প’না’স্ত্র সরবরাহ ক’র’লো চীন

রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও শেষ হয়নি। এই ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার বন্ধু সার্বিয়াকে গোপনে এইচকিউ-২২ ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে চিন।

ক্ষেপণাস্ত্র বোঝাই ছ’টি চিনা ওয়াই-২০ বিমান গত শনিবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের বিমানবন্দরে নেমেছে বলে পশ্চিমী সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

বেলগ্রেডের নিকোলা টেসলা বিমানবন্দরে প্রতিরক্ষা সরঞ্জাম-সহ ওই চিনা বিমানগুলির অবতরণের ছবিও প্রকাশিত হয়েছে সেই খবরে।

আরো পড়ুন: এবার নকুলদানা বি’লি করছেন দিলীপ ঘোষ, কারণ জা’ন’তে চাইলে যা বললেন

শত্রুপক্ষ যদি আমেরিকার পেট্রিয়ট বা রাশিয়ার এস-৩০০-র মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করে, তা হলে ১৭০ কিলোমিটার পাল্লার চিনা এইচকিউ-২২ তার মোকাবিলা করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের একটি মডেল বিমান হানা ঠেকাতেও ব্যবহার করা যায়।

সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুসিক চিনা ওই ক্ষেপণাস্ত্র আমদানির কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, ২০১৯ সালের চুক্তি অনুযায়ী চিন থেকে মাঝারি পাল্লার ওই ক্ষেপণাস্ত্র আনা হয়েছে।

গত কয়েক বছর ধরে রাশিয়া ও চিনের সাহায্যে সার্বিয়া অস্ত্র মজুত করছে। কসোভোয় নতুন করে সেনা অভিযানের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ বলে আশঙ্কা পশ্চিম ইউরোপের।