সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হে’রে গেল চীন, বিশ্বের সবথেকে জনবহুল দেশের ত’ক’মা পেলো ভারত, UN রি’পো’র্টে দা’বি

চিনের থেকে ভারত হল বিশ্বের সবথেকে বেশি জনবহুল দেশ। এমনই তথ্যেও দাবি করেছে রাষ্ট্রসঙ্ঘের পপুলেশন ফান্ড সংগঠন বলা হয়েছে যে, বর্তমানে ভারতে চিনের থেকে প্রায় ২৯ লাখ বেশি মানুষ বসবাস করছে। বুধবার রাষ্ট্রসঙ্ঘের পপুলেশন ফান্ড সংগঠনের তরফ থেকে প্রকাশিত দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে দাবি করা হয়েছে যে বর্তমানে ভারতের জনসংখ্যা হল ১৪২ কোটি ৮৬ লাখ।

যেখানে চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ। বর্তমানে ভারতের জনসংখ্যা চিনের থেকে প্রায় ২৯ লাখ বেশি।১৯৫০ সালে জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য কাজ শুরু করেছিল রাষ্ট্র সংঘ এই প্রথম চিনের জনসংখ্যাকে ছাপিয়ে গেছে ভারত।

এই বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের পপুলেশন ফান্ড সংগঠন এর মিডিয়া উপদেষ্টা অ্যানা জেফেরিস জানিয়েছেন, ভারত কবে চিনকে ছাপিয়ে চলে যাবে, সে ব্যাপারে এখনো নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়।। দেশগুলি থেকে যেভাবে ডেটা সংগ্রহ করা হয়েছে তার সময় নানান রকম, সেই কারণে সরাসরি তুলনা করা বেশ কঠিন।

রাষ্ট্রসঙ্ঘে তরফ থেকে জানানো হয়েছে যে, গত বছর চিনে জনসংখ্যার হার সবথেকে বেশি ছিল কিন্তু তারপর থেকে জনসংখ্যা কমতে শুরু করেছে। এখন ভারতের জনসংখ্যা সবথেকে বেশি তবে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে কম ছিল আর ১৯৮০ সালে।

আরো খবর: ভি’জ’তে পারে উত্তরবঙ্গ! শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা! ব’ড়ো আপডেট হাওয়া অফিসের

রাষ্ট্র সংঘের পপুলেশন ফান্ড সংগঠনের একটি রিপোর্টে বলা হয়েছে ভারতের জনসংখ্যার ২৫ শতাংশ ০ থেকে ১৪ বছর বয়সের মধ্যে, ১০ থেকে ১৯ বছর বয়সের মধ্যে রয়েছে ১৮ শতাংশ, ১০ থেকে ২৪ বছর বয়সের সংখ্যা রয়েছে ২৬ শতাংশ, ১৫ থেকে ৬৪ বছর বয়সীদের সংখ্যা রয়েছে ৬৮ শতাংশ এবং ৬৫ বছরের উপরে রয়েছে ৭ শতাংশ।

অন্যদিকে চিনে ০ থেকে ১৪ বছর বয়সীদের নাগরিকদের সংখ্যা ১৭ শতাংশ, ১৯ বছরের বয়সীদের জনসংখ্যা ১২ শতাংশ, ১০ থেকে ২৪ বছর মানুষের সংখ্যা ১৮ শতাংশ ,১৫ থেকে ৬৪ বছর বয়সীদের সংখ্যা ৬৯ শতাংশ, ৬৫ বছরের ওপরে রয়েছে ১৪ শতাংশ।

চিনের নাগরিকদের গড় বয়স অনেকটাই বেশি। চিনে মহিলারা বাঁচেন প্রায় ৮২ বছর পর্যন্ত এবং পুরুষরা বাঁচেন ৭৬ বছর পর্যন্ত যেখানে ভারতে মহিলারা বাঁচেন ন ৭৪ বছর পর্যন্ত এবং পুরুষরা বাঁচেন ৭১ বছর পর্যন্ত।