সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TMC সভাপতিকে গ্রে’ফ’তা’রে’র নি’র্দে’শ মমতার

তৃণমূলের রামপুরহাট ব্লক প্রেসিডেন্ট আনারুল কে গ্রেফতার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আনারুল যদি ওই পরিবারগুলির আর্জি শুনে পুলিশি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতেন, তাহলে হয়ত এই ঘটনা ঘটত না।

পাশাপাশি এসডিপিও ও আইসি-র গাফিলতি ছিল বলেও এ দিন উল্লেখ করেছেন মমতা। বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন।

প্রসঙ্গত, বগটুই-কান্ডে প্রথম থেকে তৃণমূল নেতা আনারুল হোসেনের দিকেই আঙুল তুলছিল আক্রান্তদের পরিবার। তৃণমূলের ব্লক সভাপতি আনারুলের নির্দেশেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।

আরো পড়ুন: বগটুইয়ে গিয়েই ব’ড়ো ঘো’ষ’ণা মমতার, ১০ পরিবারকে চাকরি!

মুখ্যমন্ত্রীসএ দিন বগটুই গ্রামে গিয়ে প্রথমে স্বজনহারাদের সঙ্গে কথা বলেন। পরে ডিজিকে ডেকে বলেন, আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট।

তাঁর কাছে অভিযোগ জানিয়েছিল ওরা। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আনারুলকে গ্রেফতার করা হবে। কেন সময় মতো পুলিশ পাঠাননি আনারুল, সেই প্রশ্ন তুলেছেন মমতা।

তিনি বলেন, সময় মতো পুলিশ পাঠালে হয়ত এই ঘটনা ঘটত না। পাশাপাশি এসডিপিও এবং আইসি-র বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।