সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বগটুইয়ে গিয়েই ব’ড়ো ঘো’ষ’ণা মমতার, ১০ পরিবারকে চাকরি!

কথা মতোই বগটুই তে পৌছোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ঠিক দুপুরে সেখানে পৌছোলেন তিনি। গিয়েই নিহতদের পরিবারের সাথে দেখা করলেন, তাদের প্রতিশ্রুতি দিলেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়ে নিহত পরিবারের লোকজন।

অনেকে অসুস্থ হয়ে পড়েন, নিহতদের পরিবারের উদ্দেশ্যে আর্থিক সহযোগিতার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, হয়তো এই পরিস্থিতিতে টাকা দিয়ে শোক ভোলানো সম্ভব নয়। জীবনের দাম টাকা দিয়ে মাপা যায় না , কিন্তু বেঁচে থাকতে হলে টাকা দরকার। মরে তো যাওয়া যাবে না।

এখানেই শেষ নয় তিনি আর্থিক সাহায্যের সাথে সাথে চাকরির কথা ঘোষণা করেন সেই দশটি পরিবারের উদ্দেশ্যে। তিনি বলেন, আমি আমার কোঠা থেকে ১০ টি পরিবারের এক একজনকে চাকরি দেব। চাকরি তো পাওয়াই যায় না, তাও আমি তাদের চাকরির সুযোগ করে দেব।

আরো পড়ুন: স্কুলের পোশাক যদি নীল-সাদা হয় ত’বে কি পড়ুয়ারা হাওয়াই চটি পড়ে যা’বে?

তাদের সকলকে গ্রুপ ডির চাকরি দেওয়া হবে, প্রথম ১ বছর তারা ইন্টার্নশিপ হিসেবে কাজ করবে‌ । পরে তাদের পার্মানেন্ট করে দেওয়া হবে।

পুড়ে যাওয়া বাড়ির মেরামতি করার জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হবে, ও হাতে প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। তিনি সাথে চেক নিয়ে এসেছিলেন, চারটি পরিবারকে অর্থ তুলে দেন তিনি।

বাকি পরিবারদের হাতে জেলাশাসক অর্থ তুলে দেবে। প্রথম দিকে তিনি বাড়ি মেরামত করার জন্য ১ লক্ষ টাকা ঘোষণা করলেও পরে সেটাকে ২ লক্ষ করে দেন।

এর সাথে আলাদা করে মহিলাদের এক লক্ষ টাকা সাহায্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সাথে আহত তিনটি শিশুকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। পরিবারের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেখানে দাঁড়িয়ে বলেছেন সত্যি বেদনাদায়ক ঘটনা, যারা দোষী তাদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না।