সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ির কাছেই মুখ্যমন্ত্রী, অথচ ডা’ক পেলেন না পরেশ! তবে কি ছাঁটাই হচ্ছেন দল থে’কে?

কিছুদিন আগেই অবৈধ চাকরির জন্য গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে। এই নিয়ে অস্বস্তিতে ইতিমধ্যেই রয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে এবার ডাক পেলেন না পরেশ অধিকারী।

দুর্নীতির অভিযোগ ওঠার পর পর দুবার মন্ত্রিসভার বৈঠক চলাকালীন দেখতে পাওয়া যায়নি পরেশ অধিকারী কে। তাহলে কি পরেশ এবার শাসক দলের তালিকা থেকে বাদ চলে যাচ্ছেন?

মেখলিগঞ্জ থেকে পরেশ বাবু জানিয়েছেন, আলিপুরদুয়ারের কর্মসূচিতে কোচবিহারের কাউকে ডাকা হয়নি। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় কে নাকি ডাকা হয়নি বলে জানিয়েছেন পরেশ বাবু। এটাই আপাতত পরেশ বাবুর কাছে একমাত্র সান্ত্বনা।

আরো পড়ুন: সলমনকে খু’ন করার রাইফেলের দা’ম ৪ লাখ টা’কা, কিন্তু এরপরেও কেন ভে’স্তে গে’ল প্ল্যান?

কোচবিহার আলিপুরদুয়ার মিলিয়ে আপাতত তৃণমূলের 3 জন বিধায়ক রয়েছে যার মধ্যে একজন মন্ত্রী। আশেপাশে আর কোন মন্ত্রী নেই স্বাভাবিকভাবেই পরেশের একটু গুরুত্ব বেশি থাকা উচিত বলে মনে করছেন তৃণমূলের অনেকে।

দলের একটি অংশের দাবি, পয়সার গুরুত্ব আগাগোড়াই ভালো ছিল। তবে এখন পরে যতক্ষণ না দোষমুক্ত হচ্ছেন ততক্ষন দূরত্ব বজায় রাখা উচিত। ঘাসফুল শিবিরের একাধিক মানুষের বক্তব্য অনুযায়ী, পরেশ অধিকারের বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ।

যতক্ষণ তদন্ত সম্পন্ন না হচ্ছে এবং যতক্ষণ দোষমুক্ত হচ্ছেন না পরেশ বাবু, ততক্ষণ তাকে এড়িয়ে চলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে আলিপুরদুয়ার পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তিনি কর্মী সভায় যোগ দেবেন দলের। বুধবার একটি গণবিবাহের অনুষ্ঠানে হাজির হয়ে বাগডোগরা হয়ে কলকাতায় ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনো কর্মসূচিতে কেন ডাকা হয়নি পরেশ বাবুকে তা নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে।