সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইংল্যান্ডের পাশাপাশি আর কোন দেশের রাজা হচ্ছেন তৃতীয় চার্লস? জানুন বি’শ’দে

আগামীকাল রাজ্যভিষেক হতে চলেছে সম্রাট চার্লসের। ব্রিটেন তো বটেই এমনকি আরও বেশ কয়েকটি দেশের সম্রাট হিসেবে ঘোষিত হতে চলেছেন তিনি। কমনওয়েলথ ব্যবস্থা অনুযায়ী ১৫ টি দেশের সম্রাট হবেন। ব্রিটিশ সাম্রাজ্য থেকে আজ কমনওয়েলথ নেশন নামে পরিচিত! এই সব দেশ সম্পূর্ণ স্বাধীন তারা রাজাকে মান্যতা দিয়ে থাকে রাষ্ট্রের প্রধান হিসেবে!

১৫ টি দেশের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব তিনি পাবেন। সবকটি দেশেই বজায় রয়েছে গণতন্ত্র! সম্রাট চার্লস এই দেশগুলিতে বিভিন্ন আনুষ্ঠানিক সময়ে প্রধান হবেন বলে জানা গিয়েছে! তবে কেবলমাত্র দেশ ভরা ভুল হবে বেশ কয়েকটি দ্বীপের দায়িত্বও তিনি পেতে চলেছেন। সাম্রাজ্যবাদ কায়েম করবার সময় ব্রিটেনের অন্তর্ভুক্ত হয় এই ১৫ টি দেশ।

যে যে দেশের আনুষ্ঠানিক দায়িত্ব তিনি পেতে চলেছেন সেই তালিকায় রয়েছে এন্টিগা ও বারমুডা, অস্ট্রেলিয়া দা বাহামাস, বেলিজ কানাডা গ্রানাডা, জামাইকা নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি, সেন্ট কিডস সেন্ট লুসিয়া সোলেমান দ্বীপপুঞ্জ এবং ব্রিটেন যুক্তরাজ্য সহ আরো বেশ কয়েকটি।

আরো খবর: তোরা একটু দাঁ’ড়া! আমি রাস্তা পার হবো, ব্য’স্ত সড়কে দাদাগিরি সাপের! রইলো ভিডিও

ভারত থেকে বিভিন্ন অতিথি আমন্ত্রণ পেয়েছেন এই রাজ্য অভিষেকের অনুষ্ঠানে। ৮ মাস আগে সিংহাসনে রাজা হিসেবে আসেন চার্লস এবার তিনি অভিষিক্ত হবেন। তবে এবার রয়েছে বিরাট এক রাজকীয় অনুষ্ঠান। ১৯০২ সালের পর এবার আবার এই রাজ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে এই রাজ্য অভিষেক অনুষ্ঠান। এই উপলক্ষে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ওই এলাকা। সকাল ছয়টা বাজতেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান।