সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শতাব্দী প্রাচীন টা’ই’ম ক্যাপসুল পাওয়া গে’লো আমেরিকায়, কি আ’ছে ভি’ত’রে?

আমেরিকায় উদ্ধার শতাব্দী প্রাচীন টাইম ক্যাপসুল। এই টাইম ক্যাপসুলটি আসলে মাঝারি মাপের চৌকো একটা তামার বাক্স। যার বয়স অন্তত ১৩০ বছর। সেটা নিয়েই আপাতত হইচই পড়ে গিয়েছে আমেরিকার ভার্জিনিয়া প্রদেশে। আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের গভর্নর রাল্ফ নর্থহ্যাম টুইট করে জানিয়েছেন, তামার ওই বাক্সটি আদৌ কোনও সাধারণ জিনিস নয়। সেটি আসলে একটি টাইম ক্যাপসুল। ওই বাক্সের ভিতরে কী রয়েছে, সঙ্গে সঙ্গে জানা যায়নি অবশ্য।

নর্থহ্যাম জানিয়েছেন, সংরক্ষণবিদেরা বাক্সটি কিছু দিন পরে খুলবেন। তার পরেই তার রহস্যভেদ হবে। জানা যাবে, কী কী প্রাচীন জিনিস রাখা রয়েছে ওই ক্যাপসুলের ভিতরে। এই টাইম ক্যাপসুল হল এমন এক বাক্স যেটি মাটির গভীরে পুঁতে রাখা হয় ইচ্ছাকৃত ভাবেই। তার ভিতরে রাখা থাকে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে এমন বেশ কিছু জিনিস।

যাতে পরবর্তী কোনও প্রজন্ম সেই বাক্স উদ্ধার করলে, তৎকালীন ইতিহাস ও মানবসভ্যতা সম্পর্কে আধুনিক যুগের মানুষ একটা ধারণা করতে পারে। ভার্জিনিয়ার রাজধানী রিচমন্ডে এক কনফেডারেট জেনারেলের মূর্তির পাদদেশে খোঁড়াখুঁড়ি চলছিল। তখনই নির্মাণকর্মীরা ওই টাইম ক্যাপসুলটি উদ্ধার করেন।