সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার প্রাপ্য টা’কা আ’ট’কে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা করছে, অভিষেকের নি’শা’না’য় কেন্দ্র

ফের কেন্দ্রের টাকা বন্ধ নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করে জানান আলিপুরদুয়ারের যে সমস্ত মানুষকে আপনারা বিধায়ক হিসেবে চিহ্নিত করেছিলেন তারাই এখন দিল্লিতে চিঠি লিখে রাজ্যতে টাকা বন্ধ করার কথা বলছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করে বলেন, ১০০ দিনের কাজের টাকা দেয়ার কথা কেন্দ্রীয় সরকারকে। অন্যদিকে লক্ষী ভান্ডারের টাকা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কেন্দ্র বাংলা সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে। অন্যদিকে বিজেপিকে চ্যালেঞ্জ করে তিনি জানান যে, আলিপুরদুয়ারের একটা বাড়িতেও দুর্নীতি দেখাতে পারলে তিনি আলিপুরদুয়ার জেলায় আর কোনদিন আসবেন না।

সভায় দাঁড়িয়েই তিনি বলেন,” প্রধানমন্ত্রী, অমিত শাহ এবং বিরোধী দলনে তাকে বলবো আমাকে গালাগালি দিন এবং সকাল থেকে আমাকে গালাগালির দিন এবং রাত অব্দি দিন। কিন্তু বাংলার মানুষের টাকা আটকাবেন না। বাংলার মানুষের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করবেন না।”

আরো খবর: পাখি পুষলে দূর হ’য়ে যাবে বা’স্তু’দো’ষ! জানুন বাড়িতে কোন কোন পাখি রাখা ভালো

বিজেপিকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান,” রামনবমীকে কেন্দ্র করে অস্ত্রের ঝঞ্জনা নিয়ে এবং নৈরাজ্য সৃষ্টি হয়েছে। যদি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সভাপতি বলতে পারেন যে একটা সভা করে পৃথক রাজ্য করব তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো ।”

এরপরে মঞ্চে দাঁড়িয়েই তিনি চা বাগানের সমস্যা নিয়ে কথা বলেন। এ বিষয়ে তিনি বলেন,” কোহিনূর চা বাগানের সমস্যা মিটে গেছে। খুব তাড়াতাড়ি খুলে যাবে। শ্রমিকদের ১০০০ টাকা অগ্রিম দেয়া হয়েছে।

চা বাগানের মজুরি ৬৭ থেকে ২৫০ হয়েছে আমি বলেছি আরো আগামী দিনে বাড়াতে হবে, নয়তো কি করে মানুষজন খাবে বাঁচবে। গ্যাস, কেরোসিন, তেল, সবজির যা দাম। মজুরি অবশ্যই বাড়াতে হবে ।সমস্ত জিনিসের দাম বাড়ার পিছনে রয়েছে বিজেপি সরকার”।