সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বঙ্গ বিজেপির বেহাল দ’শা দে’খে অবাক কেন্দ্রীয় নেতৃত্ব, রিপোর্ট ত’ল’ব

সদ্য চার কেন্দ্রের উপনির্বাচন গিয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই কার্যত মাথায় হাত বিজেপি’র। একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের থেকেও খারাপ উপনির্বাচনের ফলাফল। মাত্র 6 মাসের ব্যবধানেই এমন কি ঘটলো যে চার কেন্দ্রের মধ্যে একটিও কেন্দ্রে জেতা তো দূরের কথা, হারের ব্যবধানও লজ্জাজনক ঠেকছে বিজেপির কাছে।

এমনকি বিজেপির দখলে থাকা দিনহাটা এবং শান্তিপুরও হাতছাড়া হয়ে গিয়েছে। আপাতত হারের কারণ খুঁজতে ব্যস্ত বিজেপি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হারের কারণ হিসেবে সন্ত্রাসের যুক্তি খাড়া করলেও অবশ্য তা পুরোপুরি ধোপে টিকছে না। অতএব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রশ্নের মুখে বঙ্গ বিজেপি শিবির।

খারাপ ফলাফলের পেছনে সংগঠনের কোথায় গলদ রয়েছে, কোথায় খামতি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নিতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বরা। প্রসঙ্গত উল্লেখ্য, হাওড়া এবং কলকাতার পুরভোট রয়েছে ডিসেম্বর মাসে। সেটাও মাথায় রয়েছে বিজেপির। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, পুরভোটের লড়াইয়ের জন্য বিজেপি প্রস্তুত। দল এবার পুরো শক্তি দিয়েই লড়বে। সব আসনেই প্রার্থী দেবে বিজেপি।

উপনির্বাচনের খারাপ ফলাফলের পর থেকেই কার্যত বিজেপির অন্দরমহলে গুঞ্জন শুরু হয়েছে। হারের ফলাফলের পরিপ্রেক্ষিতে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় টুইট মাধ্যমে সরব হয়েছেন। তিনি দলকেই দোষারোপ করছেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের অভ্যন্তরেও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। সে সম্পর্কে তার বক্তব্য, নির্বাচনে ভরাডুবি হওয়ার পরেও বিশ্লেষণের কোনো চেষ্টা নেই, উপরন্তু তিন থেকে 77 টি আসন হয়েছে বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।