সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্কুলে ভর্তির বয়স নিয়ে বড় নি’র্দে’শি’কা জা’রি করলো কেন্দ্র, অভিভাবকরা জেনে নিন

অভিভাবকেরা অনেক সময় কম বয়সেই নিজেদের শিশুকে বিদ্যালয়ে ভর্তি করতো।ফলে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ বাধাপ্রাপ্ত হতো।কিন্তু এবার এক নির্দেশিকা দিয়ে বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে শিশুর ভর্তির বয়স নির্দিষ্ট করে দিল কেন্দ্র।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে বুধবার এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে, প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে শিশুর বয়স ন্যূনতম ৬ বছর হতেই হবে।এর থেকে কম বয়সে প্রথম শ্রেণীতে ভর্তি করা যাবে না।

ছয় বছর বা সিক্স প্লাস বয়স হলে, তবেই একজন শিশু প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার যোগ্য হবে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবর্তিত হবে এই নিয়ম।

আরো খবর: অনুষ্কাকে দেখে হ’ত’বা’ক অনুরাগীরা, ওজন বে’ড়ে যাওয়ায় ট্রো’লে’র শি’কা’র দেবসেনা

এছাড়া নির্দেশিকায় আরও বলা হয়েছে,প্রথম শ্রেণিতে শিশুকে ভর্তি করার আগে, প্রি স্কুলে পড়াতে হবে। উল্লেখ্য, ন্যাশনাল এডুকেশনাল পলিসি-র নিয়মে একজন শিশুকে প্রথম শ্রেণীতে ভর্তির আগে তিন বছরের প্রি স্কুলে পড়ার কথা বলা রয়েছে।

শিক্ষামন্ত্রকের এক অফিশিয়ালের মতে,’এই নীতির মাধ্যমে (ন্যাশনাল এডুকেশনাল পলিসি)শিশুর শিক্ষা ও সার্বিক উন্নয়নের পথকে মসৃণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘