সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Paytm-এ ক্যাশব্যাকের টো’প, ক’থা বলতে বলতেই গায়েব ৯৮ হাজার টা’কা

প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার নিত্য নতুন পন্থা খুঁজে বার করছে অনলাইন প্রতারকরা। তাদের ধরে এমনভাবে পা ফেলেছেন সাধারণ মানুষ যে মুহূর্তের মধ্যেই একাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার টাকা। বর্তমানে কিছুদিন আগেই চুঁচুড়ার বুড়োশিব তলার বাসিন্দা রমেন্দ্রনারায়ণ চক্রবর্তীর ফোনে এনিডেক্স অ্যাপ ডাউনলোড করিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।

এবার শ্রীরামপুরের এক মহিলা মুক্তা মুখোপাধ্যায়কেও ফোন পে অ্যাপ ব্যবহার করার অছিলায় প্রতারণা করা হলো। সম্প্রতি ফোনপে নামে তাকে কেউ ফোন করেন। তাকে বলা হয় তিনি পেটিএম থেকে অ্যাওয়ার্ড’-পেয়েছেন। তাকে বলা হয় তিনি বারোশো টাকা ক্যাশব্যাক পেয়েছেন। তিনি সে কথা বিশ্বাস করতে না চাইলে তাকে বলা হয় তিনি সাড়ে চার হাজার টাকা পেয়েছেন। তখন তার কাছে একটি মেসেজ আসে। তবুও মুক্তা দেবী তাদের কথায় বিশ্বাস করেননি এবং তাদেরকে পুলিশের ভয় দেখান।

এই সময় ওই প্রতারক তাকে ভয় দেখান তারা একাউন্ট থেকে সব টাকা সরিয়ে নেওয়া হবে। তখন তার কাছে একটি মেসেজ আসে যে তার অ্যাকাউন্ট থেকে 7 হাজার টাকা সরে গিয়েছে। এরপর তিনি ভয় পেয়ে যান। তার সেই ভয়ে সুযোগ নিয়ে এনিডেক্স অ্যাপস ডাউনলোড করতে বাধ্য করে প্রতারক। তারপর কয়েক মিনিটের মধ্যে কথা বলতে বলতেই তার অ্যাকাউন্ট থেকে 98 হাজার টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক।

ওই মহিলা এবং শ্রীরামপুর থানা এবং চন্দননগর পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। তিনি বুঝতে পারেন নি তার কাছে ডেবিট বা ক্রেডিট হওয়ার যে মেসেজ ঢুকে ছিল তা আসলে ছিল ভুয়ো।