সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সমুদ্রে জা’ল ফেলতেই উ’ঠে এলো তেলিয়া ভোলা মাছ, রাতারাতি লাখপতি হলেন মৎস্যজীবীরা

সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ মানুষ নদী ও সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন।সমাজে তাদের অবস্থান দরিদ্র সীমার নীচে (BPL) ।নুন আনতে পান্তা ফুরায় অনেকেরই। এবার লক্ষ্মী দেবী যেনো মুখ তুলে চাইলেন তাদের দিকে।

মহামূল্য মাছ ধরে লাখপতি হলেন কাকদ্বীপ অঞ্চলের কয়েকজন মৎস্যজীবী।রাতারাতি ভাগ্য ফিরল তাদের। প্রতিদিনের মত বৃহস্পতিবারও এফবি মা বাসন্তী নামের ট্রলার নিয়ে ১৭ জন মৎস্যজীবী কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য গিয়েছিল।

সূত্রে খবর,শুক্রবার কেদুয়া দ্বীপের কাছে তারা জাল পাতে।শনিবার সেই জাল তুলতে গিয়ে চোখ কপালে ওঠে সকলের। জালটি অনেকটাই ভারী হয়ে গিয়েছিল। জালটিকে ট্রলারে তুলতে বেশ বেগ পেতে হয়েছিল মৎস্যজীবীদের।

আরো খবর: ক্রমেই বাড়ছে Adeno ভা’ই’রা’সে’র প্র’কো’প, বাঁচবেন কি করে?

জাল টেনে ট্রলারে তুললেই তাদের চোখে পড়ে সেখানে রয়েছে ২৯ টি তেলেভোলা মাছ,যেগুলির চাহিদা প্রচুর।বাজার দর কয়েক লক্ষ টাকা।আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তাঁরা। রাতারাতি এইভাবে ভাগ্য ফেরায় খুশি মৎস্যজীবীরা‌।