Home দেশ মাকে কা’ছে পা’চ্ছি না! ছুটি চে’য়ে আদালতে তিন মাসের দুধের শিশু

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাকে কা’ছে পা’চ্ছি না! ছুটি চে’য়ে আদালতে তিন মাসের দুধের শিশু

North Delhi Municipal Corporation-এ কর্মরত এক মহিলা সন্তান ধারণের পর মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি সন্তানের বয়স তিন মাস হয়ে যাওয়ার পরও তিনি ছুটি পাননি।

তাই সেই তিন মাসের সন্তান ই এবার মায়ের ছুটির জন্য আদালতে আবেদন জানাল। কারণ প্রতি নিয়ত সে মায়ের আদর ভালবাসা থেকে বঞ্চিত হচ্ছে।

আগে এই মামলায় কর্পোরেশনের কাছে জবাব চাওয়া হয়েছিল ঠিকই, তবে এবার জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হল। ২৫ হাজার টাকার বিনিময়ে পুনরায় একবার জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: পবিত্র বট গাছে উঠে অ’শ্লী’ল ফটোশ্যুট! রো’ষে’র মু’খে রুশ দম্পতি

এই মামলার শুনানি চলছে দিল্লী হাইকোর্টে বিচারপতি নাজমি ওয়াজারি এবং বিচারপতি স্বর্ণকান্ত শর্মার ডিভিশন বেঞ্চে। গত ৩রা মার্চ কর্পোরেশনের কাছে জবাব তলব করেছিল আদালত, কিন্তু তখন কোনো উত্তর আসেনি কর্পোরেশন কর্তৃক।

তাই এবার ফের আগামী দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তবে ওই সপ্তাহের মধ্যে যদি জবাব না আসে তাহলে আর জবাব দেওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না বলে আদালতের তরফে জানানো হয়েছে।

আবেদনকারীর বয়স বিবেচনা করে বিচারপতিরা এই মামলাটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সন্তান কে মায়ের যত্ন আদর থেকে বঞ্চিত করা সংবিধান বিরোধী।

আরো পড়ুন: কোনদিকে ধা’বি’ত হ’বে ঘূর্ণিঝড়? দেখে নিন “অশনি”-র লাইভ অবস্থান

একজন মা-কে তার মাতৃত্বকালীন ছুটি না দিয়ে সংবিধানের ১৪ এবং ২১ নং অনুচ্ছেদ লঙ্ঘন করা হচ্ছে বলে দাবি করেছেন আবেদনকারী।

অন্যদিকে কর্পোরেশন দাবি করেছে, সিভিল সার্ভিসের নিয়ম অনুযায়ী দুই বা তার কম সন্তানের ক্ষেত্রে কোনো মাকে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। এক্ষেত্রে আবেদনকারী যেহেতু তার মায়ের তৃতীয় সন্তান তাই এটিই ছুটি না দেওয়ার অন্যতম যুক্তি।

তবুও আদালতের তরফে কর্পোরেশনকে ২৫ হাজার টাকা জমা দিয়ে জবাব দিতে বলা হয়েছে দু’সপ্তাহের মধ্যে। ডেপুটি কনজারভেটর অব ফরেস্ট-কে দিতে হবে ওই টাকা এবং ওই টাকায় গাছ লাগানোর নির্দেশ দিয়েছে আদালত। আর তিন সপ্তাহের মধ্যে গাছ লাগিয়ে সেই ছবিও জমা দিতে হবে আদালতে।