সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পবিত্র বট গাছে উঠে অ’শ্লী’ল ফটোশ্যুট! রো’ষে’র মু’খে রুশ দম্পতি

ধর্মীয় বিশ্বাসে আঘাত করার ফল যে কি হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই রুশ দম্পতি। যে গাছটিকে স্থানীয়রা পবিত্র মেনে পুজো করেন, সেই গাছের উপরই ‘ন’গ্ন’ ফটোশুট করার কারণে ইন্দোনেশিয়া সরকার ওই দম্পতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে।

এলিনা ফাজলিভা নামের এক রুশ ভ্লগার স্বামীর সঙ্গে বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং নিজেদের ইনস্টাগ্রাম চ্যানেলে ভ্রমণের নানা ভিডিও পোস্ট করেন। ইনস্টাগ্রামে এলিনার জনপ্রিয়তা যে খুব ভালো তার প্রমাণ তার ফলোয়ারের সংখ্যা।

তবে সম্প্রতি বালিতে ঘুরতে গিয়ে ভ্লগিং করার সময় তাঁরা বিপাকে পড়েন। নিজেদের অজান্তেই তাঁরা স্থানীয়দের ভাবাবেগে আঘাত করে বসায় বালি থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।

আরো পড়ুন: কোনদিকে ধা’বি’ত হ’বে ঘূর্ণিঝড়? দেখে নিন “অশনি”-র লাইভ অবস্থান

ইন্দোনেশিয়ান হলিডে আইল্যান্ডের আধিকারিকরা শুক্রবার জানান, তাবানান জেলার এক মন্দির চত্বরে ৭০০ বছরের পুরনো একটি বটগাছ রয়েছে। স্থানীয়দের কাছে সেটি অত্যন্ত পবিত্র, স্থানীয়রা তার পুজোও করেন।

কিন্তু সেই বট গাছের উপর বসে ‘ন’গ্ন’ হয়ে ক্যামেরার সামনে এলিনা পোজ দেওয়াতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। বালির হিন্দু সম্প্রদায়ের লোকেরা সাধারণত পাহাড়, বৃক্ষের মতো প্রাকৃতিক সম্পদকে পবিত্র বলেই বিশ্বাস করে থাকেন।

এদিকে অ্যান্ড্রে ফাজলিভাই ‘ন’গ্ন’ স্ত্রীর ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করতেই মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়। আর ছবিটি বালির বাসিন্দাদেরও চোখে পড়ে। আর তাঁরা মন্দিরের সামনে এমন ফটোশুট কিছুতেই মেনে নিতে পারেননি।

এ প্রসঙ্গে বালি অভিভাসন বিভাগের প্রধান জামারুলি বলেন, ওই রুশ দম্পতির এহেন আচরণ স্থানীয়দের বিশ্বাসে আঘাত করার কারণেই তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি করে বালি থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

আরো পড়ুন: মৎস্যজীবীর জালে বি’রা’ট আকারের ইলিশ, ওজন শু’ন’লে আঁ’ত’কে উঠবেন!

সূত্রের খবর, অন্তত আগামী ৬ মাস আর ইন্দোনেশিয়ায় পা রাখতে পারবেন না ওই রুশ দম্পতি। এমনকী পবিত্র স্থলে ফটোশুট করে যে ‘পাপ’ করেছেন তাঁরা, স্থানীয়দের পরামর্শ মতো তার প্রায়শ্চিত্তও করতে হবে তাঁদের।

এখানে ক্লিক করে দেখুন ছবি 

তবে নিজেদের ভুল বুঝতে পেরেছেন এলিনা ও অ্যান্ড্রে, আর সেই কারণে তাঁরা ক্ষমাপ্রার্থীও। তাঁরা জানান, বালিতে অনেক পবিত্র স্থান রয়েছে।

কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তার উল্লেখ না থাকায় তাঁরা বিষয়টি বুঝতে পারেন নি। আর সেই কারণেই এই ভুল হয়েছে তাঁদের। তাঁরা তাঁদের শাস্তি মেনে নিয়েছেন এবং জানিয়েছেন দেশে ফিরে প্রায়শ্চিত্ত তাঁরা করবেন।