সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

‘হিন্দি বলতে পারেন কি? তবে হিন্দীতে জিজ্ঞেস করুন’ সা’ক্ষাৎ’কা’রে ব’ল’লে’ন নিরাজ চোপড়া

'হিন্দি বলতে পারেন কি? তবে হিন্দীতে জিজ্ঞেস করুন’ সাক্ষাৎকারে বললেন নিরাজ চোপড়া

টোকিও অলিম্পিকে সোনা জিতে ভারতের সোনার ছেলে হয়ে উঠেছেন নীরাজ চোপরা। তিনি আবার জাতীয় ক্রাশও বটে। তার লুক দেখে মোহিত মহিলারা। দেশ তাকে নিয়ে গর্বিত। তবে জানেন কি তিনি দেশে বিদেশে ভাষা নিয়ে সমস্যার মুখে পড়ে যান‌? নীরাজ আসলে তার মাতৃভাষায় কথা বলতেই স্বচ্ছন্দ। তিনি মাতৃভাষা বলতে পছন্দ করেন। শুধু তাই নয়, সামনের জনকেও মাতৃভাষা বলতে বাধ্য করেন।

সম্প্রতি নীরাজ সম্পর্ক এমনই একটি ভিডিও ধরা পড়েছে সোশ্যাল মাধ্যমে। ভিডিওটি অবশ্য বেশ কয়েক বছরের পুরনো। ২০১৮ সালে লিটারেরি ফেস্টিভ্যালে উপস্থিত হয়েছিলেন নীরাজ। সেই সময় দর্শকদের মধ্যে থেকে কেউ তাকে প্রশ্ন করেন। তবে তিনি প্রশ্ন করছিলেন ইংরেজিতে। দর্শক তাকে প্রশ্ন করতে শুরু করলে তিনি মাঝপথে তাকে থামিয়ে দিয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘ভাই আপনি হিন্দি বলতে পারেন কি? তাহলে হিন্দীতে জিজ্ঞেস করুন।’

তার পাশেই বসেছিলেন অভিনেতা রাহুল বোস। তিনি সেই প্রশ্নটিকে অনুবাদ করে দেওয়ার জন্য এগিয়ে আসেন। তবে কারোর সাহায্য না নিয়ে সম্পূর্ণ পরিস্থিতি নিজের মতো করে সামলে নেন নীরাজ। দর্শক এরপর তাকে হিন্দিতেই প্রশ্নটি করেন। তার প্রশ্নটি ছিল, যখন নীরাজ নিজের খেলায় একটি স্তরের উপরে উঠতে পারে না তখন যে বিরক্তিটা আসে, সেই বিরক্তি কিভাবে সামলান তিনি?

প্রশ্নের জবাবে নীরাজ বলেন, এটা খেলোয়াড়দের সঙ্গে প্রায়ই ঘটে থাকে। অনুশীলন করার পরেও যখন ভালো খেলতে পারা যায় না। চোট লাগলে সমস্যা আরও বেড়ে যায়। একবার যদি ছোট লাগে তাহলে তা কাটিয়ে উঠতে দু বছর সময় লেগে যায় বলে জানিয়েছেন নীরাজ।