সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভবানীপুরের প্র’চা’রে অনুপস্থিত, কুণালের ধন্যবাদের পা’ল্টা জ’বা’ব দিলেন লকেট

একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই একে একে দল ছাড়ছেন বিজেপির তাবড় তাবড় নেতাকর্মীরা। এরপর আচমকাই সবাইকে অবাক করে দিয়ে আসানসোলের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় গেরুয়া শিবির পরিত্যাগ করে তৃণমূল শিবিরের নাম লেখালেন। বাবুল সুপ্রিয়ের দলত্যাগের পর বিজেপির তারকা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়েও জল্পনার পারদ চড়ছে।

সম্প্রতি সংবাদমাধ্যমে রটে যায় যে লকেট চট্টোপাধ্যায় নাকি কালিঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসেছেন। এই খবরে কার্যত রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। ঠিক তার পরেই লকেট চট্টোপাধ্যায় কার্যত ঘোষণা করে দেন যে তিনি এমন কোনো পরিকল্পনা নেন নি। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ‘আয়া রাম গয়া রাম’ রাজনীতিতে তিনি বিশ্বাসী নন।

লকেট চট্টোপাধ্যায় আরো বলেন কিছু কিছু সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে মিথ্যা রটনা রটিয়ে তার বিশ্বাসযোগ্যতা খর্ব করার চেষ্টা করছে। এদিকে আবার তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সম্প্রতি লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে একটি মন্তব্য করেছেন যার ফলে তাকে নিয়ে জল্পনা আরো বাড়লো। ভবানীপুরে প্রচারে না দেওয়ার জন্য বিজেপি সাংসদকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

কুনাল ঘোষের এমন টুইট বার্তায় পরপরই তার জবাব দেন হুগলির বিজেপি সাংসদ। তিনি কুণাল ঘোষের ট্যুইটটি রিট্যুইট করে স্পষ্টত উল্লেখ করে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ভবানীপুর উপ নির্বাচন কেন্দ্রে হেরে না যান তা সুনিশ্চিত করার দিকেই লক্ষ্য রাখা উচিত কুণাল ঘোষের। লকেটের এই মন্তব্য কার্যত রাজ্য রাজনৈতিক স্তরের তাকে নিয়ে জল্পনা কিছুটা হলেও কমিয়েছে। তবে আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয় তা সময় বলবে।