সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২ টাকারও কম বিনিয়োগ করে পেনশন পাবেন ৩৬ হাজার টা’কা, ন’য়া প্রকল্প মোদি সরকারের

কেন্দ্রের মোদী সরকারের বড় ধামাকা; মাত্র ২ টাকা বিনিয়োগ করে ৩৬ হাজার টাকার পেনশন পাবেন। ৬০ বছর থেকেই এই পেনশন পেতে থাকবেন, যদি এখন থেকেই মাত্র ২ টাকা করে বিনিয়োগ করেন। যদি বিনিয়োগের পরিকল্পনা থেকে থাকে ক্ষেত্রে এটি বিশেষ ভাবে উপকার হতে পারে।

প্রধানমন্ত্রী শ্রম মানধন যোজনায় মাত্র ২ টাকা সঞ্চয় করে ৩৬,০০০ টাকার লাভ পাওয়া যাবে ৷ কেন্দ্রীয় সরকারের এক বড় উদ্যোগে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য এক বিশেষ প্রকল্প রয়েছে। যে প্রকল্পের মাধ্যমে দৈনিক মজুরির মাধ্যমে কাজ করে থাকেন তাঁদের জন্য মোদি সরকারের এক অনবদ্য প্রকল্প ৷

প্রধানমন্ত্রী শ্রম মানধন যোজনার মাধ্যমে কামার, কুমোড়, রাজমিস্ত্রি, কুলি মজুর-সহ একাধিক শ্রমজীবী মানুষ মূলত যাঁরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাঁদের জন্যই এই প্রকল্প বিশেষ ভাবে উপকৃত করতে পারে।প্রতিদিন মাত্র ২ টাকা করে সঞ্চয় করলে বছরে ৩৬,০০০ টাকা পেনশনের বিশাল সুযোগ থাকছে।

যাঁদের বয়স ১৮ বছর এই প্রকল্প তাঁদের বিশেষ ভাবে সাহায্য করবে ৷ প্রতিদিন মাত্র ২ টাকা করে সঞ্চয় করলে মাসে জমবে ৫৫ টাকা ৷ যার ফলে বছরে ৩৬ হাজার টাকা পেনশনের বিশাল সুযোগ থাকছে ৷ ৬০ বছর হওয়ার পরে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ৷ বিশদে জানতে ক্লিক করুন এই লিঙ্কে https://maandhan.in/shramyogi

এই প্রকল্পে আবেদন করলে কী কী নথিপত্র লাগবে?

১। একটি সেভিংস অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট নম্বর

২। মোবাইল নম্বর ও আধার কার্ড