সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুবাই থে’কে সোনা কিনবেন? আমাদের দেশ থেকে কি আ’দৌ সস্তা?

দুবাই এর সোনার দাম কি ভারতের থেকেসস্তা? আপনার কি মনে হয়? দুবাইতে ২২ ক্যারেটের সোনার দাম ৪২৫২ টাকা, এদিকে মুম্বাইতে সোনার দাম ৪৬৫৬ টাকা। তাহলে এত দামের পার্থক্য কেন? আসলে এর পেছনে কারণ রয়েছে শুল্ক। আসলে ভারতের সোনার ওপরে ১৫% আমদানি শুল্ক ধার্য করা হয়ে সাথে আবার ৩% জি এস টি।

সব মিলিয়ে সোনার দামের পার্থক্য ঘটে অনেকটাই। ঠিক এই কারণেই দুবাইয়ের সোনার দাম ভারতের থেকে এতোটা কম। তবে আপনি যদি ভাবেন দুবাই থেকে সোনা কিনে ভারতে আসবেন তাহলে মাথায় রাখবেন তার জন্য অতিরিক্ত শুল্ক দিতে হবে আপনাকে। আমরা সবাই জানি উৎসবের মরশুমে ভারতে কেমন সোনা কেনার হিড়িক ওঠে। বিশেষ করে ধনতেরসে সোনা কেনা আবশ্যক হয়ে ওঠে সবার। অনেকেই দুবাই থেকে কিনে আনার কথা বলে সোনা।

তবে ভারতের থেকে দুবাইতে সোনার মেকিং চার্জ অনেকটাই বেশি। এখন গত ৬ অক্টোবর অর্থাৎ গতকালকের সোনার দাম যদি দেখা যায় মুম্বাইতে, সেখানে ২২ ক্যারেট সোনার দাম ৪৬৫৬ টাকা। আর সেই হিসেবেই ২০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম দাড়াচ্ছে ৯৩,১২০ টাকা। এর সাথে রয়েছে ৩% জিএস টি তাহলে মোট সোনার দাম দাড়াচ্ছে ৯৫,৯১৪ টাকা।

আরো পড়ুন: ষাঁড় কে’ন লাল রং পছন্দ ক’রে না? অধিকাংশ মানুষই জানেন না উত্তর!

এখানেই শেষ হচ্ছে না সাথে রয়েছে মেকিং চার্জ সেখানে ৫% শুল্ক ধার্য করা রয়েছে, আর তারপরেই আনুষাঙ্গিক চার্জ মিলিয়ে মোট সোনার দাম দাড়াচ্ছে ১.০২.৭৫৮ টাকা। এবার যদি দুবাইয়ের কথায় আসি তাহলে দেখা যাবে ২২ ক্যারেট সোনার দাম ৪২৫২ টাকা, ২০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম ৮৫,০৪০ টাকা, এর সাথে ফেরতযোগ্য ভ্যাট বসে।

এর সাথে আছে মেকিং চার্জ ২৫% যেটা যোগ করলে সোনার দাম দাড়াচ্ছে ১,০৬,৩০০ টাকা, এখানেই কি শেষ হচ্ছে? না এর সাথে আনুষাঙ্গিক চার্জ আছে সাথে মানি এক্সচেঞ্জের খরচ মিলিয়ে ২০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম দুবাইতে দাড়াচ্ছে ১,১০,০২১ টাকা।