সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হোলি উৎসবের আবহে NJP স্টেশনের জন্য একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন তারিখ ও সময়

দোলযাত্রা একটি সনাতনহিন্দু-বৈষ্ণব ধর্মের উৎসব। দোলযাত্রা উৎসবটি বহির্বঙ্গে পালিত হয় হোলি উৎসব নামে। উৎসবটির উদ্ভব ভারতীয় উপমহাদেশে হলেও বর্তমানে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু অংশেও ছড়িয়ে পড়ছে। উৎসবটি বসন্ত উৎসব নামেও পরিচিত। ফাল্গ‌ুন মাসের পূর্ণিমা তিথিতে দোল যাত্রা অনুষ্ঠিত হয়।এবছরের দোলযাত্রার তারিখ ৭ ই মার্চ।

প্রতি বছরই হোলিতে সাধারণত ছুটি থাকে সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মীদের। ফলে কর্মীরা বাড়ি।ফলে বাড়ি ফেরার ধুম লেগে যায়। ট্রেনে-বাসে পা ফেলার জায়গা পাওয়া যায় না।যাত্রীদের কথা মাথায় রেখে উত্তর-পূর্ব রেলের তরফে হোলি উপলক্ষ্যে কিছু বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ ট্রেনগুলি কখন,কোন রুটে চলবে জেনে নিন-

১.ডিব্রুগড়-গোরখপুর এক্সপ্রেস – ২ মার্চ ও ৯ মার্চ সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়বে, গোরখপুর পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৭ টায়। গোরখপুর থেকে ছাড়বে ৭ ও ১৪ মার্চ সকাল ৭ টা ৫০ মিনিটে।ডিব্রুগড় পৌঁছবে রাত ৯ টা ১৫ মিনিটে।

২.গোরখপুর- নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস – ৪ ও ১১ মার্চ গোরখপুর থেকে ছাড়বে বিকেল ৫ টায়। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১১ টায়। ৬ ও ১৩ মার্চ নিউ জলপাইগুড়ি থেকে বিকেল ৩ টেয় রওনা হবে এবং গোরখপুর পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৬ টায়।

৩.শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস- শিয়ালদহ থেকে রওনা হবে ৩ মার্চ রাত ১১ টা ৪০ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে।নিউ জলপাইগুড়ি থেকে রওনা হবে ৪ মার্চ সকাল ১২ টা ১৫ মিনিটে এবং শিয়ালদহতে রাত ১১ টা ৫০ মিনিটে পৌঁছবে।

৪.শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস– শিয়ালদহ থেকে রওনা হবে ৪ মার্চ রাত ১১ টা ৪০ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে।৫ মার্চ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২ টা ১৫ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছবে রাত ১১ টা ৫০ মিনিটে।