সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উদয়ন গুহের অ’ভি’যো’গ খা’রি’জ করে দিলো BSF

বিধানসভার শীতকালীন অধিবেশনে বিএসএফের সম্পর্কে গুরুতর অভিযোগ তুলেছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তবে তৃণমূল বিধায়কের সেই মন্তব্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। তাদের তারা থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে বিএসএফ পেশাদার বাহিনী হিসেবে সমস্ত নিয়ম মেনেই কাজ করে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় কেন্দ্রীয় সরকারের বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য। সেখানে উদয়ন গুহ অভিযোগ করেন সীমান্তে তল্লাশি চালানোর নাম করে মহিলাদের গোপন অঙ্গে হাত দেয় বিএসএফ। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধানসভাতে হট্টগোল শুরু হয়ে যায়। বিজেপি এবং তৃণমূলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়।

এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই বিএসএফ একটি বিবৃতি জারি করে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এই বিবৃতিতে জানানো হয়েছে বিএসএফ পেশাদার বাহিনী হিসেবে সমস্ত নিয়ম মেনে কাজ করে। মহিলাদের তল্লাশির সময় মহিলা জওয়ানদের উপস্থিতি বাধ্যতামূলক। মহিলাদের শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিএসএফ।

প্রসঙ্গত পাঞ্জাব সরকার এর আগেই বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি করার বিরোধিতা করে প্রস্তাব এনেছিল। তবে সেই প্রসঙ্গে সেখানে এমন কড়াভাবে কেউ মন্তব্য করেনি। বিধানসভার অভ্যন্তরে উদয়ন গুহের এই মন্তব্যের কারণে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তবে স্বাধীকার ভঙ্গের অভিযোগ যে কেউ আনতে পারেন তার বিরুদ্ধে।