সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার বাংলা সিরিয়ালে ভাই-বোনের বি’য়ে! লীনা গাঙ্গুলির সিরিয়াল নিয়ে ট্রো’লে’র বন্যা

যত দিন যাচ্ছে টলিউডের সিরিয়ালগুলোর গল্প গুলো নিয়ে নানা মানুষের মধ্যে নানান অসন্তোষ সৃষ্টি হচ্ছে। সামাজিক একটা গল্প সকলেই পছন্দ করেন কিন্তু সেই গল্প সমাজের হিতকর কিছু না থাকলে দর্শকদের ভালো লাগবেই বা কেনো। যেমন, লেখিকা লীনা গাঙ্গুলি বাংলা সিরিয়ালের অনেক গুলি গল্পই লিখেছেন। তবে বর্তমানে তার লেখা যে গল্প গুলি চলছে সেগুলি নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করেছে।

বিশেষ করে যেগুলো নিয়ে অভিযোগ উঠছে সেগুলো হলো একাদোক্কা এবং গুড্ডি। লেখিকার বেশিরভাগ সিরিয়ালের বিষয়বস্তু পরকীয়া নির্ভর হয়। কিন্তু এবার তার সিরিয়ালের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। দর্শকদের অভিযোগের ‘গুড্ডি’ সিরিয়ালটিকে নিয়ে। এই গুড্ডি গল্পটায় কিছুদিন আগেই দেখানো হয় ধারাবাহিকের নায়ক অনুজের মৃত্যু হয়েছে।

এখন গল্প এগোচ্ছে অনুজ এবং গুড্ডির সন্তানদের নিয়ে। এদিকে আবার অনুজের মৃত্যুর পর গুড্ডি তার স্বামী যুধাজিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এখন সে থাকে তার মেয়ে রেশমিকে নিয়ে। এদিকে আবার পুবলু ও রেশমির মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে। কিন্তু তাদের এই বন্ধুত্বের মধ্যে এখন দেখানো হচ্ছে পুবলু ও রেশমি একই স্কুলে পড়াশোনা করে।

আরো খবর: আগেই খবর রটেছিল, এবার ইন্দ্রনীলকে ডি’ভো’র্সে’র চিঠি দিলেন বরখা!

এইটুকু বয়সেই তারা প্রেম-ভালবাসার কথা বলছে। এটা বাড়ির বাচ্চাদের মনে কি প্রভাব পড়বে যারা এই নাটক দেখে সেই নিয়ে অভিযোগ তুলেছে দর্শক মহলে। এই দুই পুচকের মধ্যে এমন ভাব-ভালবাসার গল্প শুনে দর্শকদের চক্ষু তাই চড়কগাছ। তারা আন্দাজ করছেন এরা দুজন বড় হয়ে প্রেমে পড়বে এবং বিয়েও করবে।

কিন্তু এতটুকু বয়সে তাদের এমন পাকা পাকা কথা শুনে দর্শকরা বেজায় চটেছেন। কারণ নাটকের গল্প অনুযায়ী অনুজ এবং গুড্ডি যেহেতু বিবাহিত ছিল তাই পুবলু এবং রেশমি সম্পর্কে ভাই-বোন। তাই এদের মধ্যে এমন সম্পর্ক দেখানো নিয়ে আপত্তি রয়েছে দর্শকদের একাংশের।


তাই এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেজায় ট্রোলিং শুরু হয়েছে। সকলেই বলাবলি করছেন এই দুটো বাচ্চার মধ্যে প্রেম না দেখালেই কি চলছিল না? তারা প্রশ্ন করছেন লেখিকাকে। আবার অনেকে বলছেন পুবলু-রেশমি রক্তের সম্পর্কে একে অপরের ভাইবোন নয়। তাই তাদের মধ্যে এমন কোনও সম্পর্ক হলেও তাতে অস্বাভাবিক কিছু নেই।