সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঙ্গল গ্রহে নড়াচড়া করছে বোল্ডার, এখনো জী’ব’ন্ত লালগ্রহ! তা’জ্জ’ব বিজ্ঞানীরা

মঙ্গল গ্রহে প্রাণ আছে কিনা তা জানার জন্য দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছেন গবেষকরা। আচমকা আহমেদাবাদের দা ফিল্ড রিসার্চ ল্যাবরেটরি বিজ্ঞানীরা মঙ্গলপৃষ্ঠে একটি পাথর খণ্ডকে নড়েচড়ে দেখলেন। বোল্ডারের মত একটি বড় পাথর খণ্ড নড়াচড়া করছে মঙ্গলপৃষ্ঠে। এর পেছনে কোনো স্বাভাবিক প্রাকৃতিক শক্তি কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞানীরা অবশ্য মঙ্গল গ্রহে কাছের খণ্ডকে নড়াচড়া করতে দেখে বিস্মিত হয়েছেন এবং পাশাপাশি আশান্বিত হয়েছেন। ভবিষ্যতে মঙ্গল গ্রহে উপনিবেশ গড়ে তোলার চেষ্টায় আছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে ভূমিকম্প হয়েছে সম্প্রতি। সেই জন্যই মঙ্গল গ্রহে এমন স্পন্দন টের পাওয়া গিয়েছে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা। মঙ্গলকে এখন সক্রিয় বলেই দাবি করছেন আহমেদাবাদের বিজ্ঞানী।

মঙ্গলপৃষ্ঠে এবারে ভি আকৃতির একটি প্যাটার্ন দেখা গিয়েছে। প্রায় 900 কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে 4500 রকমের ট্র্যাক ধরা পড়েছে। মঙ্গলে যে অংশগুলিতে এরকম স্পন্দন ধরা পড়েছে সেগুলির নাম রাখা হয়েছে সারবিরাস ফসা। গ্রহটি প্রাণ ফিরে পেয়েছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহকে সক্রিয় হতে দেখে তারা বেশ আশান্বিত।

বিজ্ঞানীদের দাবি মঙ্গলের গায়ে এরকম দাগ অনেক পড়েছে। এই দাগগুলি বিগত কয়েক দশকের পুরনো। কিছু দাগ মুছে গিয়ে নতুন দাগ তৈরি হয়। এই ট্র্যাক দেখে বোঝা যাচ্ছে এগুলো সাম্প্রতিককালে তৈরি হয়েছে।