সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই বিশেষ পদ্ধতিতে গ্যা’স বুক করলে অনেকটা টা’কা বাঁ’চ’বে আপনার, জানুন কিভাবে

রান্নার গ্যাসের দাম দিন দিন যে হারে চড়ছে তাতে ঘুম উড়েছে আমজনতার। এদিকে এটি তো নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম। কিনতেই হবে। কিন্তু জানেন কি বিশেষ পদ্ধতিতে গ্যাস বুকিং করলে পেয়ে যেতে পারেন পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড়! শুনেই নিশ্চয়ই উপায় জানতে ইচ্ছে করছে!

গ্যাস বুকিংয়ে ছাড় পেতে হলে আপনার ফোনে থাকতে হবে Pocket App নামক একটি অ্যাপ। ওই অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করলে সঙ্গে সঙ্গে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনি। আর তা সরাসরি যোগ হবে পকেট অ্যাপের ওয়ালেটে।

তাহলে আর দেরী কিসের! চলুন চটপট দেখে নেওয়া যাক নতুন উপায়ে গ্যাস বুকিং পদ্ধতি।

১. এখন থেকে গ্যাসের খরচ খানিকটা কমাতে চাইলে প্রথমে Pocket App আপনার ফোনে ডাউনলোড করে নিতে হবে।

২. Appটি open করার সাথে সাথেই পেয়ে যাবেন Recharge ও Bill Payment Option।

৩. সেখান থেকে বেছে নিতে হবে Choose Billers, তারপর more এ ক্লিক করতে হবে।

৪. এরপরই আপনি দেখতে পাবেন LPG option। সেখান থেকে বেছে নিতে হবে LPG option প্রদানকারীকে। এরপর add করতে হবে মোবাইল নম্বর। সেই সাথে দিতে হবে বুকিংয়ের টাকা।

৫. বুকিং শেষে গ্রাহকরা পেয়ে যাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক। পুরস্কারে পাওয়া অর্থ জমা হবে ওয়ালেটে।