সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাতে বা’ধা রয়েছে কালো-হলুদ অথবা লাল সুতো? কোন রঙের সুতোর কি কা’জ জেনে নিন

সমাজে হিন্দুরা সবসময় মনে করে যে লাল, হলুদ, কালো ধাগাতে অনেক শক্তি আছে। লাল, হলুদ, কালো ধাগা অনেকেই অনেক ঈশ্বরের নামে পড়ে থাকেন। কেউ ষষ্ঠী পুজোতে পড়েন কেউ বিপত্তারিণী পুজোতে আবার কেউ হনুমানজীর পুজো ক্ষেত্রে। আপনারা কি কেউ জানেন কেন এই ধরনের ধাগা গুলি পরা হয়, কি আছে এই ধাগা পরার পিছনের রহস্য।

আসলে ব্যাপারটি হলো হিন্দু ধর্ম শাস্ত্র মতে অনেকেই মনে করেন যে নানান রঙের ধাগা নানান রকমের কাজে লাগে। লাল ধাগা, কালো ধাগা, হলুদ ধাগা সমস্ত রং এর ধাগা আলাদা আলাদা কাজ রয়েছে। সাদা ধাগা অনেকেই দেখবেন দেব দেবীর পূজার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

শাস্ত্র মতে বলা হয়েছে যে যদি সাদা রঙের ধাগা কব্জিতে পড়া হয় তবে কোন কিছু খারাপ হওয়ার আশঙ্কা থাকলে অনেকটাই সেটা কমে যায়। এই ধাগা পড়লে মনে অনেক জোর বৃদ্ধি পায়, যদি কখনো হঠাৎ করে কারো সামনে কোন বিপদ আসে তাহলে সেই মানুষ কখনোই ভেঙে পড়ে না। এই ধাগা ব্রাহ্মণরা উপনয়নের সময় পড়ে থাকে।

আরো পড়ুন: ঋণ থেকে মু’ক্তি পে’তে রইলো গোলাপের এই বিশেষ টো’ট’কা! মি’ল’বে সুফল

লাল ধাগা বিশেষ করে দেখা যায় কালী পুজোতে ব্যবহার করতে। মনে করা হয় যে লাল রংয়ের ধাগাতে অনেক খারাপ শক্তি নষ্ট হয়ে যায়, সঙ্গে রোগব্যাধি যদি থাকে তাও দূরে থাকে পরিবারের সমৃদ্ধির ক্ষেত্রেও আলাদা এই লাল রঙের ধাগা।

লাল নামের ধাগা যদি কব্জিতে পরা হয় তবে অনেক ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়। কালো রঙের ধাগা যদি কব্জিতে পড়া হয় তাহলে অনেক রকমের খারাপ শক্তি আপনার থেকে দূরে থাকবে, যদি নানা রকমের দুর্ঘটনা ঘটে বিপত্তি সেটাও অনেক কমে যাবে। কালো রঙের ধাগা যদি কব্জিতে পরা হয় সে ক্ষেত্রে অনেক বিশ্বাস আসে মানসিকভাবে।

আরো পড়ুন: OMG: একদিনের শিশুকে মাটি চা’পা দি’য়ে ফে’রা’র মা, কা’ন্না শু’নে উ’দ্ধা’র করলেন কৃষক

কমলা রঙের ধাগা পরলে অনেক উপকার হয়। অনেকেই বিশ্বাস করেন যে এই কমলা রঙের ধাগা যদি কব্জিতে পরা হয় তাহলে অনেক জনপ্রিয়তা অর্জন করে সে এবং সমাজে তার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। হলুদ ধাগা যদি পড়া হয় তাহলে সে ক্ষেত্রে অনেক শুভ কাজ সম্পন্ন হয় হলুদ সুতো পরলে আয়ু বৃদ্ধি পায়।